হোম /খবর /খেলা /
হরমনপ্রীতের রান আউট মনে করায় ধোনিকে, দুঃখ প্রকাশ প্রাক্তন ক্রিকেটার থেকে দেশবাসী

হরমনপ্রীতের রান আউট মনে করায় ধোনিকে, দুঃখ প্রকাশ প্রাক্তন ক্রিকেটার থেকে দেশবাসীর

হরমনপ্রীত ও ধোনি

হরমনপ্রীত ও ধোনি

মহিলা টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাগ্যের বিড়ম্বনায় রান আউট হতে হয়েছে হরমনপ্রীত কউরকে। যা মনে করিয়ে ২০১৯ পুরুষদের একদিরনের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইনালে এমএস ধোনির রান আউটকে।

  • Share this:

দিল্লি: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাগ্যের বিড়ম্বনায় রান আউট হতে হয়েছে হরমনপ্রীত কউরকে। যা মনে করিয়ে ২০১৯ পুরুষদের একদিরনের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইনালে এমএস ধোনির রান আউটকে। সেদিন ভারতীয় দলের ফাইনালে ওঠার ভাগ্য নির্ভর করছিল যেমন ধোনির উপর। ঠিক তেমনই বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতের ভাগ্যের চাবিকাঠি ছিল হরনপ্রীতের উপর। কিন্তু দুই ক্ষেত্রেই শেষ পর্যন্ত ভাগ্যদেবী সহায় থাকেনি ভারতের।

২০১৯ সালে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ধোনি দু রান নিতে গিয়ে আউট হয়েছিলেন। অনেক দূর থেকে মার্টিন গাপটিলের থ্রো উইকেট উড়িয়ে দেয় ধোনির। যেই নিশানা সচরাচর লাগাটা অসম্ভব। তবে হরমনপ্রীতের ক্ষেত্রে পুরোটাই ভাগ্যের বিড়ম্বনা। একটা সময় ম্যাচ জয়ের মত জায়গাতেও চলে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু হরমনপ্রীত কউরের দুর্ভাগ্যবশত রানআউট সব কিছু শেষ করে দেয়। অনেকটা কর্ণের রথের চাকার মতই এদিন হরমনপ্রীত কউরের ব্যাট পিচে আটকে যায়। যার কারণে সোজা রানও ক্রিজে ঢুকতে পারেননি ভারত অধিনায়ক। যার ফলে শেষ পর্যন্ত ভারতকে ম্যাচ হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল।

২০১৯ সালে যেমন চোখের জলে মাঠ ছেড়েছিলেন ধোনি, ২০২৩ সালেও নিজের ভাগ্যের উপর বিরক্তি প্রকাশ করে মাঠ ছাড়েন হরমনপ্রীত কউর। ভারতীয় মহিলা দলের এমন দুর্ভাগ্যের শিকার ব্যথিত করেছে সকল ক্রিকেট প্রেমিদের। তালিকায় রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগও। টুইট করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লিখেছেন, ‘ক্রিজে ম্যাচ বিজয়ী এবং সেমিফাইনালে রান আউট। আমরা এর আগেও এই হৃদয় বিদারক ছবি দেখেছি। ভারতকে ছিটকে যেতে দেখে দুঃখিত হয়েছি। খেলা থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু অস্ট্রেলিয়া আবার প্রমাণ করেছে কেন তাদের পরাজিত করা কঠিন। ভালো চেষ্টা করেছ মেয়েরা।’

আরও পড়ুন: Lionel Messi: আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না মেসিকে! বড় সিদ্ধান্ত নিতে হতে পারে বিশ্বজয়ীকে

প্রসঙ্গত, ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন মুনি ও ল্যানিং করেন ৪৯ রান। এছাড়া গার্ডনার খেলেন ৩১ রানের মারকাটারি ইনিংস। রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ভারত। সর্বোচ্চ ৫২ রান করে হরমনপ্রীত কউর ও ৪৩ রান করেন জেমাইমা রড্রিগেজ। ৫ রানে ম্যাচ জিতে ফাইনালে পৌছায় অস্ট্রেলিয়া।

Published by:Sudip Paul
First published:

Tags: Harmanpreet Kaur, Icc women t20 world cup 2023, MS Dhoni, Virender Sehwag