Lionel Messi: আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না মেসিকে! বড় সিদ্ধান্ত নিতে হতে পারে বিশ্বজয়ীকে
- Published by:Sudip Paul
Last Updated:
Lionel Messi: চলতি বছরেই মেসি ও পিএসজির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। মেসির যে বার্সেলোনায় ফেরত যাওয়ার কোনও সম্ভাবনা নেই সেই কথা জানিয়ে দিয়েছেন তাঁর বাবা। পিএসজি মেসিকে ধরে রাখার ইচ্ছে প্রকাশ করেছে। কিন্তু পিএসজি দিতে পারে বড় শর্ত।
advertisement
advertisement
advertisement
প্রাক্তন ফরাসী ও পিএসজি ফুটবলার লুদোভিচ গিউলি বলেছেন,"আর্জেন্টিনার হয়ে খেলা না কমালে সমস্যা হতে পারে মেসির। কারণ বার বার ফ্রান্স থেকে আর্জেন্টিনা গেলে ক্লান্ত হয়ে যেতে পারেন তিনি। একটা বয়সের পর লম্বা বিমানযাত্রার ক্লান্তি কাটিয়ে উঠতে সময় লাগে। জাতীয় দলে ওকে জায়গা ছেড়ে দিতে হবে। জানি না মেসি কী করবে। তবে আমরা ওর সঙ্গে কথা বলব।"
advertisement
advertisement