Lionel Messi: আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না মেসিকে! বড় সিদ্ধান্ত নিতে হতে পারে বিশ্বজয়ীকে

Last Updated:
Lionel Messi: চলতি বছরেই মেসি ও পিএসজির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। মেসির যে বার্সেলোনায় ফেরত যাওয়ার কোনও সম্ভাবনা নেই সেই কথা জানিয়ে দিয়েছেন তাঁর বাবা। পিএসজি মেসিকে ধরে রাখার ইচ্ছে প্রকাশ করেছে। কিন্তু পিএসজি দিতে পারে বড় শর্ত।
1/6
গত বছর কাতারে ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন লিওনেল মেসি। পূরণ করেছেন নিজের বিশ্ব জয়ের স্বপ্ন। বিশ্বকাপ জেতার পর মেসি জানিয়েছিলেন বিশ্ব চ্যান্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে চান।
গত বছর কাতারে ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন লিওনেল মেসি। পূরণ করেছেন নিজের বিশ্ব জয়ের স্বপ্ন। বিশ্বকাপ জেতার পর মেসি জানিয়েছিলেন বিশ্ব চ্যান্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে চান।
advertisement
2/6
কিন্তু মেসির সেই ইচ্ছে পূরণ হওয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কারণ ফরাসী ক্লাব পিএসজি-তে খেলতে হলে মেসিকে আর্জেন্টিনা ও পিএসজির মধ্যে একজনকে বেছে নিতে হতে পারে। পিএসজি ক্লাব কর্তৃপক্ষ নাকি এমনটাই চিন্তা-ভাবনা করছে। যার ইঙ্গিত মিলল প্রাক্তন পিএসজি অধিনায়ক লুদোভিচ গিউলির কথা।
কিন্তু মেসির সেই ইচ্ছে পূরণ হওয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কারণ ফরাসী ক্লাব পিএসজি-তে খেলতে হলে মেসিকে আর্জেন্টিনা ও পিএসজির মধ্যে একজনকে বেছে নিতে হতে পারে। পিএসজি ক্লাব কর্তৃপক্ষ নাকি এমনটাই চিন্তা-ভাবনা করছে। যার ইঙ্গিত মিলল প্রাক্তন পিএসজি অধিনায়ক লুদোভিচ গিউলির কথা।
advertisement
3/6
মেসিকে শর্ত দেওয়া হতে পারে, প্যারিস সাঁ জাঁ-র হয়ে খেলতে হলে তাঁকে আর্জেন্টিনার হয়ে খেলা ছাড়তে হবে। ক্লাব ম্যানেজমেন্ট নাকি চাইছে, মেসি নিজের ফুটবল জীবনের বাকি সময়টা পিএসজিকেই দিক। মেসির বয়স, বিশ্রাম ও ফিটনেসের জন্যই নাকি এমন শর্তের পথে হাঁটতে পারে ফরাসী ক্লাব।
মেসিকে শর্ত দেওয়া হতে পারে, প্যারিস সাঁ জাঁ-র হয়ে খেলতে হলে তাঁকে আর্জেন্টিনার হয়ে খেলা ছাড়তে হবে। ক্লাব ম্যানেজমেন্ট নাকি চাইছে, মেসি নিজের ফুটবল জীবনের বাকি সময়টা পিএসজিকেই দিক। মেসির বয়স, বিশ্রাম ও ফিটনেসের জন্যই নাকি এমন শর্তের পথে হাঁটতে পারে ফরাসী ক্লাব।
advertisement
4/6
প্রাক্তন ফরাসী ও পিএসজি ফুটবলার লুদোভিচ গিউলি বলেছেন,"আর্জেন্টিনার হয়ে খেলা না কমালে সমস্যা হতে পারে মেসির। কারণ বার বার ফ্রান্স থেকে আর্জেন্টিনা গেলে ক্লান্ত হয়ে যেতে পারেন তিনি। একটা বয়সের পর লম্বা বিমানযাত্রার ক্লান্তি কাটিয়ে উঠতে সময় লাগে। জাতীয় দলে ওকে জায়গা ছেড়ে দিতে হবে। জানি না মেসি কী করবে। তবে আমরা ওর সঙ্গে কথা বলব।"
প্রাক্তন ফরাসী ও পিএসজি ফুটবলার লুদোভিচ গিউলি বলেছেন,"আর্জেন্টিনার হয়ে খেলা না কমালে সমস্যা হতে পারে মেসির। কারণ বার বার ফ্রান্স থেকে আর্জেন্টিনা গেলে ক্লান্ত হয়ে যেতে পারেন তিনি। একটা বয়সের পর লম্বা বিমানযাত্রার ক্লান্তি কাটিয়ে উঠতে সময় লাগে। জাতীয় দলে ওকে জায়গা ছেড়ে দিতে হবে। জানি না মেসি কী করবে। তবে আমরা ওর সঙ্গে কথা বলব।"
advertisement
5/6
এছাড়াও  লুদোভিচ গিউলিরল মতে,"মেসির বয়স ৩৫। এখন আর ও সব ম্যাচে একইভাবে খেলতে পারবে না। পুরো ছন্দে মেসিকে পেতে হলে বিশ্রাম দিতে হবে। প্রয়োজনে প্রতি ৩ ম্যাচে ১ টি ম্যাচ বিশ্রাম করতে হতে পারে মেসিকে। ফলে এই বয়সে ক্লাব ও দেশের খেলা একসঙ্গে চালিয়ে যাওয়া সম্ভব নয়।"
এছাড়াও লুদোভিচ গিউলিরল মতে,"মেসির বয়স ৩৫। এখন আর ও সব ম্যাচে একইভাবে খেলতে পারবে না। পুরো ছন্দে মেসিকে পেতে হলে বিশ্রাম দিতে হবে। প্রয়োজনে প্রতি ৩ ম্যাচে ১ টি ম্যাচ বিশ্রাম করতে হতে পারে মেসিকে। ফলে এই বয়সে ক্লাব ও দেশের খেলা একসঙ্গে চালিয়ে যাওয়া সম্ভব নয়।"
advertisement
6/6
চলতি বছরেই মেসি ও পিএসজির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। মেসির যে বার্সেলোনায় ফেরত যাওয়ার কোনও সম্ভাবনা নেই সেই কথা জানিয়ে দিয়েছেন তাঁর বাবা। পিএসজি মেসিকে ধরে রাখার ইচ্ছে প্রকাশ করেছে। কিন্তু পিএসজি যদি নতুন চুক্তিতে যদি আর্জেন্টিনা ছাড়ার শর্ত দেয় তাহলে মেসি কী করেন সেটাই দেখার।
চলতি বছরেই মেসি ও পিএসজির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। মেসির যে বার্সেলোনায় ফেরত যাওয়ার কোনও সম্ভাবনা নেই সেই কথা জানিয়ে দিয়েছেন তাঁর বাবা। পিএসজি মেসিকে ধরে রাখার ইচ্ছে প্রকাশ করেছে। কিন্তু পিএসজি যদি নতুন চুক্তিতে যদি আর্জেন্টিনা ছাড়ার শর্ত দেয় তাহলে মেসি কী করেন সেটাই দেখার।
advertisement
advertisement
advertisement