IND vs AUS: ব্যর্থ গেল হরমনপ্রীত-জেমাইমার লড়াই, ভাগ্যের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

Last Updated:

IND vs AUS: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১৭২ রান করল ব্যাগি গ্রিনরা। জবাবে ভারতের ইনিংস থামে ১৬৭ থামে ভারত।

অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের
অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের
কেপটাউন: ফের অস্ট্রেলিয়া কাঁটা পেরোতে পারল না ভারতীয় মহিলা দল। ২০২০ টি-২০ বিশ্বকাপ ফাইনাল, ২০২২ কমনওয়েলথ গেমসের ফাইনালের পর এবার ২০২৩ মহিলা টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিল ভারত। ব্যর্থ গেল হরমপ্রীত কউর ও জেমাইমা রড্রিগেজের লড়াই। ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৬৭ রানে থামল ভারত। ৫ রানে ম্যাচ জিতে আরও একবার ফাইনালে পৌছে গেল ব্যাগি গ্রিনরা।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করল অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন মুনি ও ল্যানিং করেন ৪৯ রান। এছাড়া গার্ডনার খেলেন ৩১ রানের মারকাটারি ইনিংস। রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ভারত। সর্বোচ্চ ৫২ রান করে হরমনপ্রীত কউর ও ৪৩ রান করেন জেমাইমা রড্রিগেজ। ম্যাচে প্রথমে ছন্নছাড়া বোলিং ও পড়ে যস্তিকা ভাটিয়া ও হরমনপ্রীত কউরের রানআউটের খেসারত দিতে হল ভারতকে। বিশেষ করে হরমনপ্রীতের দুর্ভাগ্যবশত রানআউট।
advertisement
এদিন টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হেলি ও বেথ মুনি। অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন দুই অজি ওপেনার। ৫২ রানে প্রথম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। ২৫ রান করে রাধা যাদবের বলে আউট হন অ্যালিসা হেলি। সেট হওয়ার পর রানের গতিবেগ বাড়ান বেথ মুনি। তাকে সঙ্গ দেন অধিনায়ক মেগ ল্যানিং। নিজের অর্ধশতরান পূরণ করেন বেথ মুনি। ৮৮ রানে দ্বিতীয় উইকেট পড়ে ব্যাগি গ্রিনদের। ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে শিখা পাণ্ডের বলে আউট হন বেথ মুনি।
advertisement
advertisement
এরপর মেগ ল্যানিং ও অ্যাশলে গার্ডনার ইনিংস এগিয়ে নিয়ে যান। দ্রুত নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন তারা। দলের ১৪১ রানের মাথায় ব্যক্তিগত ৩১ রানে দীপ্তি শর্মার বলে আউট হন গার্ডনার। এরপর গ্রেস হ্যারিস ৭ রান করে শিখা পাণ্ডের দ্বিতীয় শিকার হন। ১৪৮ রানে চতুর্থ উইকেট পড়ে অজিদের। শেষের দিকে বিধ্বংসী ব্যাটিং করেন মেগ ল্যানিং। ৩৪ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। ২ রানের অপরদিকে ক্রিজে ছিলেন এলিস পেরি। শেষ পর্যন্ত্ ১৭২ রানে ৪ উইকেটে থামে অস্ট্রেলিয়া।
advertisement
এদিন রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের। বড় রান করতে ব্যর্থ হন দুই ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধনা ও শেফালি ভার্মা। রান পাননি যস্তিকা ভাটিয়াও। শেফালি ৯, স্মৃতি ২ ও যস্তিকা ৪ রান করেন। ২৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। এরপর ইনিংসের রাশ ধরেন অধিনায়ক জেমাইমা রড্রিগেজ ও হরমনপ্রীত কউর। দুজন মিলে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যান বারতের স্কোরবোর্ড। অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে।
advertisement
৬৯ রানের পার্টনারশিপ করার পর ভাঙে হরমনপ্রীত কউর ও জেমাইমা রড্রিগেজের জুটি। ২৪ বলে ৪৩ রান করে আউট হন জেমাইমা। অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান ভারত অধিনায়ক। নিজের অর্ধশতরানও করেন হরমনপ্রীত কউর। কিন্তু ব্যক্তিগত ৫২ রানে রানআউট হয়ে সাজঘরে পেরেন হরমনপ্রীত কউর। রিচা ঘোষও এদিন ১৪ রান করে সাজঘরে ফেরেন। শেষের দিকে দীপ্তি শর্মা ও স্নেহ রানার সামনে ম্যাচ জেতানোর সুযোগ থাকলেও হাতছাড়া করেন তারা। ফলে আরও একবার বিশ্বমঞ্চ থেকে হতাশা নিয়েই ফেরত আসতে হচ্ছে ভারতীয় মহিলা দলকে।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: ব্যর্থ গেল হরমনপ্রীত-জেমাইমার লড়াই, ভাগ্যের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement