Bangladesh: অশান্ত বাংলাদেশে আদৌ হবে মহিলা টি-২০ বিশ্বকাপ? কী জানাল আইসিসি

Last Updated:

Bangladesh: আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা যদি না ঠিক হয় তাতে টি-২০ বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন পরিণত হয়েছে রক্ষক্ষয়ী সংগ্রামে। অশান্ত বাংলাদেশে কবে ফিরবে শান্তি? এই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। পরিস্থিতি এতটাই বেগতিক যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই ডামাডোল পরিস্থিতি শান্ত না হলে বাংলাদেশে কীভাবে আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপের আয়োজন করা সম্ভব, তা নিয়ে উঠছে প্রশ্ন।
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এবারের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপ শুরু হতে বাকি নেই আর ২ মাসও। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা যদি না ঠিক হয় তাতে টি-২০ বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিষয়টির উপর নজর রাখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিরাপত্তা সুনিশ্চিত করাই আইসিসির প্রধান লক্ষ্য।
advertisement
এই বিষয়ে আইসিসির এক কর্তা বলেছেন,”আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ে আমাদের বিশেষজ্ঞরা বাংলাদেশের সঙ্গে কথা বলেছে। আমাদের মূল লক্ষ্য খেলতে আসা সকল দেশের নিরাপত্তা। হাতে এখনও কিছুটা সময় রয়েছে। তারপরই সবদিক বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, এবারের মহিলা টি-২০ বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে জোর কদমে এগোচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১০ দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা সিলেট ও ঢাকায়। পরিস্থিতি কবে শান্ত হবে তা নিয়ে এখন সন্দিহান সকলেই। সূত্রের খবর, প্ল্যা ‘বি’ প্রস্তুত রাখছে আইসিসি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh: অশান্ত বাংলাদেশে আদৌ হবে মহিলা টি-২০ বিশ্বকাপ? কী জানাল আইসিসি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement