MS Dhoni: টি২০ বিশ্বকাপের পর ‘মেন্টর’ ধোনির ভবিষ্যত কী ? উঠছে প্রশ্ন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
MS Dhoni's future as Team India's mentor: মরুদেশে টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মেন্টর পদে ধোনিকে দেখা গেলেও আগামী দিনে কি আর এই পদে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে ?
দুবাই: এ বারের টি২০ বিশ্বকাপে বি-গ্রুপে ভারতের পাশাপাশি আরও ৫টা দল থাকলেও মূল লড়াই যে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড, এই তিন দলের মধ্যেই ছিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়াকে গ্রুপ পর্বের খেলায় উড়িয়ে দিয়ে নেট রান রেটে সবার উপরে থাকলেও সেমিফাইনালের টিকিট জোগাড় করতে ব্যর্থ কোহলিরা ৷ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পরেই ঠিক হয়ে যায় টিম ইন্ডিয়ার এবারের বিশ্বকাপের ভবিষ্যত ৷
নামিবিয়ার বিরুদ্ধে সোমবার টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেলেছে ভারত। সেই সঙ্গে শেষ হয়েছে কোচ রবি শাস্ত্রীর যুগ। টি২০ ক্রিকেটের অধিনায়ক পদে আর নেই বিরাট কোহলিও। পাশাপাশি আরও একজনের কথাও এখন উঠছে ৷ তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি ৷ মরুদেশে টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মেন্টর পদে তাঁকে দেখা গেলেও আগামী দিনে কি আর এই পদে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে ?
advertisement
advertisement
.@imVkohli signs off as the #TeamIndia T20I captain with a win. 🙌 🙌#T20WorldCup #INDvNAM pic.twitter.com/0YBK69rFhn
— BCCI (@BCCI) November 8, 2021
advertisement
সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে রবি শাস্ত্রীর পাশেই অনেক সময় দেখা গিয়েছে ধোনিকে ৷ বোর্ডের এক কথাতেই মেন্টরের কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন ধোনি ৷ কোনও পরিশ্রমিকও তিনি নেবেন না বলেই জানিয়েছিলেন ৷ কিন্তু এত কিছু করেও বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স ভালো হয়নি ৷ অনেক বছর পরে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছে টিম ইন্ডিয়াকে ৷ টি২০ বিশ্বকাপের পর ধোনিকে ভারতীয় দলে দেখার সম্ভাবনা কম বলেই তাই মনে করা হচ্ছে। দলের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড় কেমন ভাবে তাঁর টিম সাজান, সেটাই এখন দেখার ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2021 1:12 PM IST