দুবাই: এ বারের টি২০ বিশ্বকাপে বি-গ্রুপে ভারতের পাশাপাশি আরও ৫টা দল থাকলেও মূল লড়াই যে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড, এই তিন দলের মধ্যেই ছিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়াকে গ্রুপ পর্বের খেলায় উড়িয়ে দিয়ে নেট রান রেটে সবার উপরে থাকলেও সেমিফাইনালের টিকিট জোগাড় করতে ব্যর্থ কোহলিরা ৷ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পরেই ঠিক হয়ে যায় টিম ইন্ডিয়ার এবারের বিশ্বকাপের ভবিষ্যত ৷
আরও পড়ুন- শেল গ্যাসের ব্যবসায় আধিপত্য; রিলায়েন্সের নতুন চুক্তি আমেরিকার সংস্থার সঙ্গে !
নামিবিয়ার বিরুদ্ধে সোমবার টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেলেছে ভারত। সেই সঙ্গে শেষ হয়েছে কোচ রবি শাস্ত্রীর যুগ। টি২০ ক্রিকেটের অধিনায়ক পদে আর নেই বিরাট কোহলিও। পাশাপাশি আরও একজনের কথাও এখন উঠছে ৷ তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি ৷ মরুদেশে টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মেন্টর পদে তাঁকে দেখা গেলেও আগামী দিনে কি আর এই পদে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে ?
.@imVkohli signs off as the #TeamIndia T20I captain with a win. 🙌 🙌#T20WorldCup #INDvNAM pic.twitter.com/0YBK69rFhn
— BCCI (@BCCI) November 8, 2021
আরও পড়ুন- Amazon অ্যাপে এই পাঁচটি সহজ প্রশ্নের উত্তর দিলেই মিলবে ১৫০০০ টাকার পে ব্যালেন্স!
সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে রবি শাস্ত্রীর পাশেই অনেক সময় দেখা গিয়েছে ধোনিকে ৷ বোর্ডের এক কথাতেই মেন্টরের কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন ধোনি ৷ কোনও পরিশ্রমিকও তিনি নেবেন না বলেই জানিয়েছিলেন ৷ কিন্তু এত কিছু করেও বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স ভালো হয়নি ৷ অনেক বছর পরে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছে টিম ইন্ডিয়াকে ৷ টি২০ বিশ্বকাপের পর ধোনিকে ভারতীয় দলে দেখার সম্ভাবনা কম বলেই তাই মনে করা হচ্ছে। দলের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড় কেমন ভাবে তাঁর টিম সাজান, সেটাই এখন দেখার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC T20 World Cup, T20 World Cup