Amazon অ্যাপে এই পাঁচটি সহজ প্রশ্নের উত্তর দিলেই মিলবে ১৫০০০ টাকার পে ব্যালেন্স!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Amazon app quiz November 9, 2021: অ্যামাজন প্রতিযোগীদের মধ্যে একজন ভাগ্যবানের হাতে তুলে দেবে এই লোভনীয় পুরস্কারটি।
#কলকাতা: Amazon অ্যাপে আজ থাকছে ১৫০০০ টাকা জেতার সুযোগ! শুধুমাত্র পাঁচটি সহজ প্রশ্নের উত্তর আর কিছুটা ভাগ্য সঙ্গে থাকলেই মিলতে পারে ১৫০০০ টাকার Amazon Pay ব্যালেন্স। বেশ কিছু দিনের বিরতির পর Amazon-এ আবার শুরু হল ক্যুইজ প্রতিযোগিতা। Amazon তার গ্রাহক প্রতিযোগীদের মধ্যে একজন ভাগ্যবানের হাতে তুলে দেবে এই লোভনীয় পুরস্কারটি।
সে জন্য আমাদের কী করতে হবে? মাত্র পাঁচটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। সে ক্ষেত্রে মূলত জেনারেল নলেজ এবং বর্তমান খবরাখবর ভিত্তিক প্রশ্নই করা হবে। তবে প্রতিযোগীতায় অংশ নিতে হলে প্রতিযোগীদের Amazon অ্যাপে লগ-ইন করে তার পর খেলতে হবে।
advertisement
advertisement
এবারে আসা যাক ক্যুইজের সময়সীমায় কথায়। Amazon মোবাইল অ্যাপে মাধ্যমে প্রতি দিন সকাল ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ক্যুইজে অংশ নেওয়া যাবে। Amazon তার প্রতিযোগীদের মধ্যে একজন ভাগ্যবানকে বেছে নিয়ে তাকে পুরস্কৃত করবে। যেমন আজকের প্রতিযোগীতায় যিনি উইনার হবেন আগামিকাল অর্থাৎ ১০ নভেম্বর তাঁর নাম ঘোষণা করা হবে।
এখন চটপট দেখে নেওয়া আজকের Amazon ক্যুইজের পাঁচটি প্রশ্ন কী কী? সঙ্গে রইল ক্যুইজের সঠিক উত্তরও
advertisement
১. কোন ভারতীয় কোম্পানি বিশ্বের বৃহত্তম ‘নারী কেন্দ্রিক’ কারখানা স্থাপন করছে যেখানে প্রায় ১০,০০০ মহিলা কর্মী নিয়োগ করা হবে?
উত্তর- Ola
২. ২০ অক্টোবর পর্যন্ত ১৩০ মিলিয়নেরও বেশি ফলোয়ার সহ কোন বিখ্যাত ব্যক্তি Twitter-এ সর্বাধিক অনুসরণ করা অ্যাকাউন্ট হিসেবে পরিচিত হয়েছেন?
উত্তর- বারাক ওবামা (Barack Obama)
advertisement
৩. কোন সুরকার স্বাধীন গায়কির জন্য একটি নতুন যুগের সঙ্গীত অধ্যায় চালু করেছেন যার নাম ‘মাঝা’ (Maajja)?
উত্তর- এআর রহমান (AR Rahman)
৪. এইবারের আন্তর্জাতিক মাল্টি-স্পোর্ট ইভেন্ট থেকে স্যার মো ফারাহ (Sir Mo Farah) ক’টি স্বর্ণপদক পেয়েছেন?
উত্তর- ৪টি
৫. চলচ্চিত্র সিরিজে এই লোকেশনে উইজলি পরিবারের বাড়ির নাম কী ছিল?
advertisement
উত্তর- The Burrow
এর আগেও Amazon-এ নিয়মিত এই ক্যুইজের ব্যবস্থা করা হয়েছিল। বেশ কিছু দিনের বিরতির পর Amazon-এ আবার শুরু হল ক্যুইজ প্রতিযোগিতা। Amazon তার গ্রাহক প্রতিযোগীদের মধ্যে একজন ভাগ্যবানের হাতে তুলে দেবে এই লোভনীয় পুরস্কারটি। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে, প্রতিযোগীরা কেবলমাত্র Amazon মোবাইল অ্যাপ থেকেই এই খেলাটি খেলতে পারবেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2021 11:20 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amazon অ্যাপে এই পাঁচটি সহজ প্রশ্নের উত্তর দিলেই মিলবে ১৫০০০ টাকার পে ব্যালেন্স!