Modi Government Over Pension: সারা দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য বিরাট খবর! বাড়ছে টাকা? বড় সিদ্ধান্তের পথে মোদি সরকার

Last Updated:
Narendra Modi Government may take decision to hike minimum Pension Amount|Central board of trusty|EPFO|Employees Provident Fund Organisation, EPFO Account, EPFO Subscribers, Modi Government Pension Fund, Pension Scheme: আগামী কয়েকদিনের মধ্যেই আসতে পারে বড় খবর, বাড়ছে টাকা!
1/8
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Government) ও এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees Provident Fund Organisation) বা ইপিএফও-র সাবস্ক্রাইবারদের জন্য বিরাট খবর (Big News for EPFO subscribers) ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Government) ও এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees Provident Fund Organisation) বা ইপিএফও-র সাবস্ক্রাইবারদের জন্য বিরাট খবর (Big News for EPFO subscribers) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
কেননা পেনশনের ন্যূনতম টাকার পরিমাণে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার (The minimum amount of pension may be hiked) ৷ ইপিএফও (EPFO) সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির মধ্যে বৈঠক হবে (Central board of trusty) ৷ প্রতীকী ছবি ৷
কেননা পেনশনের ন্যূনতম টাকার পরিমাণে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার (The minimum amount of pension may be hiked) ৷ ইপিএফও (EPFO) সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির মধ্যে বৈঠক হবে (Central board of trusty) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
সেই বৈঠকে বেশ কিছু বড়বড় বিষয় নিয়ে আলোচনা হতে পারে ৷ তবে বৈঠকের মূল অলোচ্য বিষয় হতে পারে পেনশনের (Minimum amount pension) ন্যূনতম টাকা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
সেই বৈঠকে বেশ কিছু বড়বড় বিষয় নিয়ে আলোচনা হতে পারে ৷ তবে বৈঠকের মূল অলোচ্য বিষয় হতে পারে পেনশনের (Minimum amount pension) ন্যূনতম টাকা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
সূত্রের খবর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির (Central Trade Unions) পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পেনশনের ন্যূনতম রাশি ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ৬,০০০ টাকা করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
সূত্রের খবর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির (Central Trade Unions) পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পেনশনের ন্যূনতম রাশি ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ৬,০০০ টাকা করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
মনে করা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (Central board of trusty) ন্যূনতম পেনশনের টাকা ৩,০০০ টাকা করতে পারে (The minimum amount of pension) ৷ এপিএফও-র (EPFO-র) টাকা বেসরকারি কর্পোরেট বন্ডে বিনিয়োগের বিষয়ে যে বিবাদের সৃষ্টি হয়েছে তা নিয়েও আলোচনায় চর্চা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
মনে করা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (Central board of trusty) ন্যূনতম পেনশনের টাকা ৩,০০০ টাকা করতে পারে (The minimum amount of pension) ৷ এপিএফও-র (EPFO-র) টাকা বেসরকারি কর্পোরেট বন্ডে বিনিয়োগের বিষয়ে যে বিবাদের সৃষ্টি হয়েছে তা নিয়েও আলোচনায় চর্চা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
একই সঙ্গে ২০২১-২২-এর জন্য পেনশনের সুদের হারে (Interest on Pension Fund) সিদ্ধান্ত নিতে পারে ৷ সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধিতে বড় সিদ্ধান্ত নিতে পারে ৷ প্রতীকী ছবি ৷
একই সঙ্গে ২০২১-২২-এর জন্য পেনশনের সুদের হারে (Interest on Pension Fund) সিদ্ধান্ত নিতে পারে ৷ সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধিতে বড় সিদ্ধান্ত নিতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
পিএফের জমা টাকার উপরে সুদের হার ৮.৫ শতাংশই বলবৎ থাকবে, এমনটাই শোনা যাচ্ছে ৷ সিবিটির বৈঠক (CBT meeting) ১৬ নভেম্বর ২০২১-এই হওয়ার কথা (November 16, 2021) ৷ পরে সূচির পরিবর্তন করা হয়েছে ৷ বৈঠকের বিষয়বস্তু এখনও ঠিক করা বাকি আছে বলেই জানা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
পিএফের জমা টাকার উপরে সুদের হার ৮.৫ শতাংশই বলবৎ থাকবে, এমনটাই শোনা যাচ্ছে ৷ সিবিটির বৈঠক (CBT meeting) ১৬ নভেম্বর ২০২১-এই হওয়ার কথা (November 16, 2021) ৷ পরে সূচির পরিবর্তন করা হয়েছে ৷ বৈঠকের বিষয়বস্তু এখনও ঠিক করা বাকি আছে বলেই জানা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
শ্রীনগরে সিবিটির শেষ বৈঠক হয়েছে মার্চ ২০২১ ৷ সিবিটির বৈঠকে পিএফে জমা টাকার উপরে সুদের হার ৮.৫ শতাংশ রাখার বিষয়ে প্রস্তাব দিয়েছে (Has been recomanded 8.5% interest rates over PF account) ৷ যা সাম্প্রতিক সময়ে মঞ্জুর করেছে কেন্দ্রীয় অর্থ দফতর (It's also been approved by Finance Ministry) ৷ প্রতীকী ছবি ৷
শ্রীনগরে সিবিটির শেষ বৈঠক হয়েছে মার্চ ২০২১ ৷ সিবিটির বৈঠকে পিএফে জমা টাকার উপরে সুদের হার ৮.৫ শতাংশ রাখার বিষয়ে প্রস্তাব দিয়েছে (Has been recomanded 8.5% interest rates over PF account) ৷ যা সাম্প্রতিক সময়ে মঞ্জুর করেছে কেন্দ্রীয় অর্থ দফতর (It's also been approved by Finance Ministry) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement