Lottery Winner: ফেরিওয়ালা থেকে কোটিপতি ! মাত্র ৩০ টাকার টিকিটেই ভাগ্যের চাকা ঘুরল শেখ এহসানের

Last Updated:

Birbhum Hawker Lottery Winner: মাত্র ৩০ টাকার লটারির টিকিট কেটে কোটিপতি হলেন দুবরাজপুরের ইসলামপুর আশরাফিপাড়ার বাসিন্দা শেখ এহসান ৷

শেখ এহসান
শেখ এহসান
বীরভূম: ভাগ্যের চাকা কখন কার ফেরে, কারোর পক্ষেই আগের থেকে জানা সম্ভব নয় ৷ মাত্র ৩০ টাকার লটারির টিকিট কেটে কোটিপতি হলেন দুবরাজপুরের ইসলামপুর আশরাফিপাড়ার বাসিন্দা শেখ এহসান (Birbhum Lottery Crorepati Winner)।
পেশায় তিনি ফেরিওয়ালা। মাটির বাড়িতে বসবাস করেন। তাও আবার পুরসভার দেওয়া ত্রিপল খাটিয়ে থাকেন পরিবারের সদস্যদের সঙ্গে। বাড়িতে রয়েছেন মা, বাবা, স্ত্রী ও দুই সন্তান। 
advertisement
শেখ এহসান জানান, ‘‘আমি ফেরির কাজ করি। রোজগার বলতে প্রতিদিন ২০০ টাকা করে হয়। প্রতিদিন ৬০ টাকার লটারি টিকিট কিনতাম। কোনওদিনই কিছু পাইনি ৷ কিন্তু আজ সকালে আমি ৩০ টাকার টিকিট কিনেছিলাম। দুপুরে লটারির রেজাল্ট বেরোতেই দেখি ১ কোটি টাকা জিতে নিয়েছি। আমি আজ অত্যন্ত খুশি। এই টাকা দিয়ে নিজের সন্তানদের লেখাপড়া করাব।’’
advertisement
পাশাপাশি এহসানের বাবা শেখ জাফর আলি জানান, ‘‘আমি নিজেও ফেরি করে সংসার নির্বাহ করি। তাই ছেলেও ওই কাজের সঙ্গে যুক্ত। সে লটারিতে টাকা পেয়েছে শুনে আমরা খুব খুশি।’’
advertisement
এহসানের মা নুরেমা বিবি জানান, ‘‘আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। দিন আনা দিন খাওয়ার লোক আমরা। মাটির বাড়িতে বসবাস করি। এমনকী ছেলেদের পড়াশুনাও করাতে পারিনি। তার জন্য ফেরির কাজ করেই সংসার চালাতে হয়। তাই এই টাকাতে প্রথমে ছেলেদের পড়াশুনা করাব। তারপর একটা ভালো বাড়ি বানাব।’’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery Winner: ফেরিওয়ালা থেকে কোটিপতি ! মাত্র ৩০ টাকার টিকিটেই ভাগ্যের চাকা ঘুরল শেখ এহসানের
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement