Mamata Banerjee৷ Jagdeep Dhankhar: বিনিয়োগ টানতে বিদেশে যাওয়ার প্রস্তাব দিলেন মমতা, সাদরে গ্রহণ করলেন ধনখড়

Last Updated:

মাত্র কয়েক মাস আগেও ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকার এবং শাসক দলের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়েছিলেন জগদীপ ধনখড় (Mamata Banerjee৷ Jagdeep Dhankhar)৷

মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনখড়৷
মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনখড়৷
#কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সংঘাতের খবর এ রাজ্যে নতুন কিছু নয়৷ সেই অধ্যায়ে ইতি পড়ল কি না তা সময়ই বলবে, কিন্তু সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) মধ্যে সৌজন্যের নতুন পর্বের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি৷ বাংলায় বিনিয়োগ টানার জন্য রাজ্যপালকে বিদেশে যাওয়ার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী৷ যে প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন রাজ্যপাল৷
মাত্র কয়েক মাস আগেও ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকার এবং শাসক দলের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়েছিলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)৷ এমন কি বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালনের পরামর্শও দিয়েছেন তিনি৷ পাল্টা রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
এ দিন রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত বিজয় সম্মিলনীর অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল৷ করোনা অতিমারির জন্য দু' বছর বন্ধ থাকার পর আগামী বছর ফের শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (Biswa Bangla Global Summit)৷ আগামী বছরের ২০ এবং ২১ এপ্রিল এই আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷ বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানেই শিল্পপতি এবং বিশিষ্টজনদের সামনে রাজ্যের তরফে সেই ঘোষণা করা হয়৷ এই প্রসঙ্গ টেনেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলার জন্য লগ্নি টানতে তৎপর রাজ্য সরকার৷ আমরা চাই রাজ্যপালও বিদেশ সফরে গিয়ে বিনিয়োগ আনার চেষ্টা করুন৷'
advertisement
মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব সাদরে গ্রহণ করেন রাজ্যপাল জগদীপ ধনখড৷ রাজ্যের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 'খুবই ভাল প্রস্তাব৷ বেঙ্গল ইজ রাইজিং৷ বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারলে খুবই ভাল লাগবে৷ রাজ্যপাল হিসেবে যা যা করণীয় সবই করব৷'
advertisement
অতীতে অবশ্য রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সৌজন্যের সাক্ষী থেকেছে রাজ্য বিধানসভা৷ রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজ ভবনেও হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু সেই সৌজন্য ছিল ক্ষণস্থায়ী৷ রাজ্যের জন্য বিনিয়োগল টানতে মুখ্যমন্ত্রীর প্রস্তাব রাজ্যপাল- মুখ্যমন্ত্রীর চেনা সমীকরণে বদল আসে কি না, সেটাই এখন দেখার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee৷ Jagdeep Dhankhar: বিনিয়োগ টানতে বিদেশে যাওয়ার প্রস্তাব দিলেন মমতা, সাদরে গ্রহণ করলেন ধনখড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement