Ishan Kishan for Hardik : সূর্যকে বসিয়ে প্রথম দলে ঈশানকে খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতের

Last Updated:

Ishan Kishan might be back in the team in place of Suryakumar Yadav against New Zealand. ঈশান প্রস্তুতি ম্যাচে যথেষ্ট ভাল পারফর্ম করেছেন।বাঁহাতি পেসারদের ভেতরে ঢুকে আসা বলে ভারতের ডানহাতি ব্যাটসম্যানদের দুর্বলতা নতুন নয়। ঈশান থাকলে সেই সুবিধা পাবেন না ট্রেন্ট বোল্ট।

বোল্টকে সামলাতে ফেরানো হতে পারে বাঁহাতি ঈশানকে
বোল্টকে সামলাতে ফেরানো হতে পারে বাঁহাতি ঈশানকে
যতই সমালোচনা হোক, হার্দিক পান্ডিয়াকে বাদ দিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। এর আগে হরভজন সিং নিজের দলে জায়গা দিয়েছিলেন ইশান কিষাণকে। ভাজ্জির মতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে আসুন ইশান কিষাণ। তারপরে মাঠে নামুক বিরাট কোহলি এবং চার নম্বরে ব্যাট করতে আসুন কেএল রাহুল। সেক্ষেত্রে নিজেদের ব্যাটিং লাইন আপকে মজবুত করতে চাইছেন ভারতের প্রাক্তন স্পিনার। পাঁচ নম্বরে ঋষভ পন্তকে চাইছেন তিনি। ছয় নম্বরে হার্দিককে খেলাতে চাইছেন। হার্দিকের উপর সম্পূর্ণ ভরসা করছেন হরভজন। সাত নম্বরে রবীন্দ্র জাদেজাকে নামাতে চান তিনি।
advertisement
advertisement
আট নম্বরে একটা পরিবর্তন করতে চান ভাজ্জি। শার্দুল ঠাকুরকে খেলাতে চাইছেন ভুবনেশ্বর কুমারের জায়গা। নয় নম্বরে বুমরাহকে ও দশ নম্বরে মহম্মদ শামিকেই চান তিনি। শেষে এগারো নম্বরে বরুণ চক্রবর্তীকেই দলে রাখতে চান হরভজন সিং। মরণ বাচন ম্যাচে কোন দল নিয়ে মাঠে নামবে ভারত, সেটা পরিষ্কার নয়। সাধারণত ম্যাচের আগে উইকেট দেখে কম্বিনেশন ঠিক করা হয়। কিন্তু বোল্টকে খেলার ব্যাপারে রাহুলের থেকে বেশি অভিজ্ঞতা আছে ঈশানের। এটাই হয়তো শেষ পর্যন্ত দলে জায়গা করে দিতে পারে ঝাড়খণ্ডের তরুণের।
advertisement
ঈশান প্রস্তুতি ম্যাচে যথেষ্ট ভাল পারফর্ম করেছেন। আইপিএল ভাল না গেলেও টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিজের ছন্দ খুঁজে পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাঁহাতি পেসারদের ভেতরে ঢুকে আসা বলে ভারতের ডানহাতি ব্যাটসম্যানদের দুর্বলতা নতুন নয়। ঈশান থাকলে সেই সুবিধা পাবেন না ট্রেন্ট বোল্ট।
বাংলা খবর/ খবর/খেলা/
Ishan Kishan for Hardik : সূর্যকে বসিয়ে প্রথম দলে ঈশানকে খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement