T20 World Cup: Ind vs AFG: এই ম্যাচ হারলে টি টোয়েন্টি বিশ্বকাপে টা-টা, বিরাট আনছেন একাধিক চমক

Last Updated:

টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত বনাম আফগানিস্তান ম্যাচে দলে থাকতে পারে একাধিক চমক, কী ভাবছেন বিরাট-রোহিতরা (Virat Kohli) (Rohit Sharma)৷

 Ind vs Afg: Suryakumar Yadav may get chance against afghanistan as captain virat kohli thought of change- Photo-AP
Ind vs Afg: Suryakumar Yadav may get chance against afghanistan as captain virat kohli thought of change- Photo-AP
#দুবাই: বিরাট কোহলি  (Virat Kohli) এই মুহূর্তে ফ্যানদের স্ক্যানারের নিচে, টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত বনাম পাকিস্তান, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে পরপর হার- ফলে জুটছে প্রচণ্ড সমালোচনা৷ পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ১০ উইকেটে আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ৮ উইকেটে৷ এই অবস্থায় বুধবার ভারত বনাম আফগানিস্তান (India vs Afghanistan) ম্যাচ৷ এই ম্যাচে প্লেয়িং ইলেভেনে বদলের সম্ভবনা উজ্জ্বল৷ প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে দুটি বদল হয়েছিল৷ এই মুহূর্তে ভারতের সেমিফাইনালে পৌঁছনো কার্যত  অসম্ভব৷
ম্যাচের একদিন আগে মঙ্গলবার অনুশীলনের সময় রবি শাস্ত্রী সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সঙ্গে লম্বা কথাবার্তা বলেছিলেন৷ এর থেকে ধারণা হচ্ছে থিঙ্কট্যাঙ্ক টি টোয়েন্টি বিশ্বকাপে  (T20 World Cup) দ্বিতীয় গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন সূর্য কুমার যাদব৷ প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সূর্যকুমার যাদব খেললেও পিঠের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেননি৷অন্যদিকে নিউজিল্যান্ড ম্যাচে ইশান কিষাণ খেলেছিলেন, কিন্তু সাফল্যও পাননি৷ তিনি মাত্র ৪ রান করে আউট হয়ে যান৷ অন্যদিকে সূর্যকুমার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১১ রান করেন৷
advertisement
advertisement
ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানরা টি টোয়েন্টি বিশ্বকাপের  (T20 World Cup) দুটি ম্যাচেই ফ্লপ৷ কেউই কোনও কামাল করতে পারেননি৷ ২ ম্যাচে ভারতীয় বোলাররাও একেবারেই নির্বিষ৷ তাঁরা দুই ম্যাচে মাত্র ২ উইকেট নিয়েছেন৷ দুটি উইকেটই জসপ্রীত বুমরাহ (Jasprit bumrah)৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া ষষ্ঠ বোলার হিসেবে খেলে ২ ওভারে ১৭ রান দেন৷ মঙ্গলবারের নেটে রোহিত শর্মাকেও (Rohit Sharma)  নেট বোলার হিসেবেও দেখা হয়েছে৷ তিনি আইপিএলে স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেছেন৷ আফগানিস্তানের বিরুদ্ধে ৭ জন বোলার ব্যবহার করা হতে পারে৷
advertisement
আফগানিস্তান দল সুপার ১২ -র দু নম্বরে ৪ পয়েন্টের সঙ্গে ২ নম্বরে রয়েছে৷ টিম সেমিফাইনালের রেসে ভালোভাবেই রয়েছে৷ আফগানিস্তান নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতেছে৷ পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইতে হারতে হয়েছে৷ ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ বাকি রয়েছে৷ যদি ভারত আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারে তাহলে এবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে বিরাট কোহলির (Virat Kohli)  ভারতীয় ক্রিকেট দলের৷ এখনও অবধি টি টোয়েন্টি বিশ্বকাপে  (T20 World Cup) এখনও অবধি ভারত বনাম আফগানিস্তান (India vs Afghanistan) দুবার খেলা হয়েছে৷ দুবারই ভারতীয় দলই জিতেছে৷ ২০১০ সালে ৭ উইকেটে ও ২০১২ তে ২৩ রান জয়ী হয়েছিল৷
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup: Ind vs AFG: এই ম্যাচ হারলে টি টোয়েন্টি বিশ্বকাপে টা-টা, বিরাট আনছেন একাধিক চমক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement