#দুবাই: বিরাট কোহলি (Virat Kohli) এই মুহূর্তে ফ্যানদের স্ক্যানারের নিচে, টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত বনাম পাকিস্তান, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে পরপর হার- ফলে জুটছে প্রচণ্ড সমালোচনা৷ পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ১০ উইকেটে আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ৮ উইকেটে৷ এই অবস্থায় বুধবার ভারত বনাম আফগানিস্তান (India vs Afghanistan) ম্যাচ৷ এই ম্যাচে প্লেয়িং ইলেভেনে বদলের সম্ভবনা উজ্জ্বল৷ প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে দুটি বদল হয়েছিল৷ এই মুহূর্তে ভারতের সেমিফাইনালে পৌঁছনো কার্যত অসম্ভব৷
ম্যাচের একদিন আগে মঙ্গলবার অনুশীলনের সময় রবি শাস্ত্রী সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সঙ্গে লম্বা কথাবার্তা বলেছিলেন৷ এর থেকে ধারণা হচ্ছে থিঙ্কট্যাঙ্ক টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দ্বিতীয় গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন সূর্য কুমার যাদব৷ প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সূর্যকুমার যাদব খেললেও পিঠের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেননি৷অন্যদিকে নিউজিল্যান্ড ম্যাচে ইশান কিষাণ খেলেছিলেন, কিন্তু সাফল্যও পাননি৷ তিনি মাত্র ৪ রান করে আউট হয়ে যান৷ অন্যদিকে সূর্যকুমার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১১ রান করেন৷
আরও পড়ুন - West Bengal Weather Update: কেমন থাকবে বাংলার আবহাওয়া, দেশের একাধিক রাজ্যে বৃষ্টির অ্যালার্ট আইএমডি-র
ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানরা টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দুটি ম্যাচেই ফ্লপ৷ কেউই কোনও কামাল করতে পারেননি৷ ২ ম্যাচে ভারতীয় বোলাররাও একেবারেই নির্বিষ৷ তাঁরা দুই ম্যাচে মাত্র ২ উইকেট নিয়েছেন৷ দুটি উইকেটই জসপ্রীত বুমরাহ (Jasprit bumrah)৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া ষষ্ঠ বোলার হিসেবে খেলে ২ ওভারে ১৭ রান দেন৷ মঙ্গলবারের নেটে রোহিত শর্মাকেও (Rohit Sharma) নেট বোলার হিসেবেও দেখা হয়েছে৷ তিনি আইপিএলে স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেছেন৷ আফগানিস্তানের বিরুদ্ধে ৭ জন বোলার ব্যবহার করা হতে পারে৷
আফগানিস্তান দল সুপার ১২ -র দু নম্বরে ৪ পয়েন্টের সঙ্গে ২ নম্বরে রয়েছে৷ টিম সেমিফাইনালের রেসে ভালোভাবেই রয়েছে৷ আফগানিস্তান নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতেছে৷ পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইতে হারতে হয়েছে৷ ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ বাকি রয়েছে৷ যদি ভারত আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারে তাহলে এবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে বিরাট কোহলির (Virat Kohli) ভারতীয় ক্রিকেট দলের৷ এখনও অবধি টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) এখনও অবধি ভারত বনাম আফগানিস্তান (India vs Afghanistan) দুবার খেলা হয়েছে৷ দুবারই ভারতীয় দলই জিতেছে৷ ২০১০ সালে ৭ উইকেটে ও ২০১২ তে ২৩ রান জয়ী হয়েছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।