West Bengal Weather Update: কেমন থাকবে বাংলার আবহাওয়া, দেশের একাধিক রাজ্যে বৃষ্টির অ্যালার্ট আইএমডি-র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে হালকা শীত, উত্তরবঙ্গে এখনও বৃষ্টি, এরওপর আবার দেশের একাধিক রাজ্যে বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করল আইএমডি ৷
#কলকাতা: ভোরের দিকে হালকা শীতের আমেজ আর দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে এভাবেই একেবারে সঠিকভাবে হেমন্তকাল অনুভব করতে শুরু করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ সকালের তাপমাত্রার পারদ ইতিমধ্যেই নেমে গেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ আগামী দু দিনেও এই ধরণেরই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া৷ এদিকে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর কালীপুজো বা দিওয়ালিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ Photo- File
advertisement
advertisement
এদিকে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের জন্য IMD অ্যালার্ট জারি করেছে৷ মৌসম ভবন জানিয়েছে এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ এরইসঙ্গে ওড়িশা. মরাঠবাড়া, রায়লসীমা, দক্ষিণ কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র কোঙ্কন. গোয়া ও তেলেঙ্গানাতেও বৃষ্টি হবে৷ Photo- File
advertisement
এদিকে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এয়ার কোয়ালিটি অত্যন্ত খারাপ হয়েছে৷ পরালি জ্বালানোর জন্য হাওয়ার মান দিল্লিতে মঙ্গলবার ২.৫ মান হয়েছে৷ আইএমডি (IMD) মঙ্গলবারই জানিয়েছে নভেম্বরে দক্ষিণভারতে সামাণ্যর থেকে অধিক বৃষ্টি হওয়ার আশঙ্কা৷ বৃষ্টির পরিমাণ সামাণ্যর থেকে ১২২ শতাংশ হবে৷ Photo- File