IND vs PAK : ভারতীয় বোলারদের কচুকাটা করব রবিবার! হুঙ্কার পাকিস্তানের আসিফ আলির
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
I practice hitting hundred sixes daily says Asif Ali of Pakistan ahead of India match. রোজ একশো ছয় মারা অনুশীলন করছি, ভারতকে হুঙ্কার দিলেন পাকিস্তানের আসিফ আলি
#দুবাই: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গিয়েছিল ছয় মারার ক্ষেত্রে বিশেষ ক্ষমতা রয়েছে পাকিস্তানের আসিফ আলির। প্রচন্ড জোরে মারতে পারেন। ইদানিং মন দিয়েছেন টাইমিং করার ব্যাপারে। দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট ২৭ আগস্ট শুরু হবে দুবাইয়ে।
মারকুটে ব্যাটসম্যান আসিফ আলীকে নিয়ে এশিয়া কাপের স্কোয়াড গড়েছে পাকিস্তান। গত টি–টোয়েন্টি বিশ্বকাপেই আসিফের সামর্থ্য বোঝা গেছে। ডেথ ওভারে’ তাঁর ধুন্ধুমার ব্যাটিং এশিয়া কাপে প্রতিপক্ষ দলগুলোর জন্য অবশ্যই দুশ্চিন্তার কারণ হবে। টি–টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট সামনে রেখে তিনি নিজেও প্রস্তুতি নিচ্ছেন।
advertisement
advertisement
আসিফের এই প্রস্তুতির কথা জানলে প্রতিপক্ষ বোলারদের দুশ্চিন্তা বাড়বে। এশিয়া কাপ সামনে রেখে প্রতিদিন অনুশীলনে ১০০ থেকে ১৫০টি করে ছক্কা মারছেন আসিফ। পাকিস্তানের হয়ে ৩৯টি টি–টোয়েন্টি খেলা ডানহাতি এই ব্যাটসম্যান এই সংস্করণে বেশির ভাগ ম্যাচে পাঁচে কিংবা ছয়ে ব্যাট করেছেন।
Asif Ali claims that he has been preparing for the Asia Cup 2022 by hitting 100-150 sixes every day! 🔥 Read more: https://t.co/vtS6bIBzwf#CricketPakistan #AsiaCup2022 pic.twitter.com/vb3m3iETqX
— Cricket Pakistan (@cricketpakcompk) August 23, 2022
advertisement
টি–টোয়েন্টিতে এমন পজিশনে ব্যাট করতে নেমে সাধারণত দ্রুতগতিতে রান তুলতে হয়। সেক্ষেত্রে হার্ড–হিটিং ব্যাটিংয়ের বিকল্প নেই। পিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে ব্যাটিং নিয়ে নিজের ভাবনা জানালেন আসিফ, আমি যে পজিশনে ব্যাট করি, সেখানে সাধারণত ওভারে গড়ে ১০ রান করে দরকার হয়। এজন্য বিগ–হিটিং ব্যাটিংয়ের দরকার হয় এবং প্রচুর অনুশীলন করতে হয়।
আমি সাধারণত প্রতিদিন ১০০–১৫০টি ছক্কা মারার অনুশীলন করি যেন ম্যাচে ৪–৫টি মারতে পারি। পাওয়ার–হিটিংয়ে টেপ টেনিস ক্রিকেট খেলে উপকারিতা পাওয়ার কথাও জানালেন আসিফ, পাওয়ার হিটিংয়ে এটা অনেক সাহায্য করেছে। টেপ টেনিসে মাথা শক্ত রেখে সোজা ব্যাটে ব্যাট করতে হয়, যেটায় মনোযোগ বাড়ে। এছাড়াও ওভার কম থাকায় অনেক বড় লক্ষ্য তাড়া করতে হয়। এখনো সময় পেলে টেপ টেনিস ক্রিকেট খেলি। আসিফের এই হুঙ্কার যে কিছুটা ভারতকে লক্ষ্য করে তাতে সন্দেহ নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2022 4:16 PM IST