খেলার বাজেট কেমন হল এবার? কী কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী? জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Nirmala Sitharaman- এক দশকের ক্রীড়া বাজেট পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে, প্রতি বছরই বাজেটের পরিমাণ অল্প হলেও বৃদ্ধি করা হয়েছে। ২০২৪-এর জুলাই-অগাস্ট মাসে প্যারিস অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সের হয়েছিল।
কলকাতা: কেন্দ্রীয় বাজেট ২০২৫ পেশ করার আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ইঙ্গিত দিয়েছিলেন যে, সাধারণ মানুষ এবং মধ্যবিত্তদের জন্যই এই বাজেট। নিজের ঘোষণার মাধ্যমে এটি সত্য বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইনকাম ট্যাক্স বা আয়করে বড়সড় রিবেট দিয়ে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া হবে। টিডিএস এবং টিসিএস কমানো হবে। যার ফলে সাধারণ মানুষের হাতে আরও বেশি টাকা থাকবে। বেতনের উপর যে টিডিএস কাটা হয়, তা কমানো হবে।
তবে কেন্দ্রীয় সরকারের এই বাজেট থেকে দেশের খেলাধূলার কতটা উপকার হবে! সেটাও তো জেনে নেওয়া দরকার। এবারের বাজেট থেকে উপকৃত হবে কেন্দ্রের খেলো ইন্ডিয়া প্রকল্প। ২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন- Apple Watch থেকে শরীরে ক্যানসার হতে পারে? সামনে এল সত্যি! জানলে চমকে যাবেন
উল্লেখ্য, কেন্দ্রের এই প্রকল্পের সাহায্যে তৃণমূল স্তর থেকে অ্যাথলিট তুলে আনার কাজ করা হয়। বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে ভারতীয় অ্যাথলিটদের তুলে আনার ক্ষেত্রে এই প্রকল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। শনিবার ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ খেলো ইন্ডিয়া প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের ঘোষণা করেন।
advertisement
advertisement
এর আগে ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের ক্রীড়া পরিকাঠামোর জন্য ৯০০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। তাছাড়া কেন্দ্রীয় ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রকের জন্য ৭৭৬ কোটি বরাদ্দ করা হয়েছিল। তবে এবার দেশের ক্রীড়াখাতে এই বাজেট খুব একটা উল্লেখযোগ্য নয় বলেই মনে করছেন অনেকে। মোদি সরকারের আমলে এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় বাজেট পেশ হল। তবে এবার ক্রীড়াখাতে যা বরাদ্দ হল তাতে সেভাবে আর্থিক বৃদ্ধি হবে না বলেই মনে করছেন অনেকে।
advertisement
আরও পড়ুন- ভারতে এখন বেশি বিক্রি হওয়া বাইক কোনটা জানেন? টক্কর দেওয়ার মতো কেউ নেই!
এক দশকের ক্রীড়া বাজেট পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে, প্রতি বছরই বাজেটের পরিমাণ অল্প হলেও বৃদ্ধি করা হয়েছে। ২০২৪-এর জুলাই-অগাস্ট মাসে প্যারিস অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সের হয়েছিল। ফলে ক্রীড়া মন্ত্রকের বাজেটেও বৃদ্ধি দেখা যায়। যদিও বাজেটে বরাদ্দ অর্থের পরিমাণ কমই ছিল। গত অর্থবর্ষে মাত্র ৪৫.৩৬ কোটি টাকার বৃদ্ধি দেখা গিয়েছিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 01, 2025 4:40 PM IST