ভারতে এখন বেশি বিক্রি হওয়া বাইক কোনটা জানেন? টক্কর দেওয়ার মতো কেউ নেই!
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Splendor Bike- সম্প্রতি ‘মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫’-এর আয়োজন করা হয়েছিল রাজধানী দিল্লিতে। সেখানে অনেক নতুন মডেল আত্মপ্রকাশ করেছে।
ডিসেম্বর থেকেই টু-হুইলার সেগমেন্টে মন্দা চলছে। মাসিক বিক্রি একধাক্কায় কমে গিয়েছে অনেকটা। কমেছে গড় বার্ষিক বিক্রিও। তবে এবারই প্রথম নয়। প্রতি বছরই ডিসেম্বর মাসে বাইক বিক্রি কমে যায়। কিছু চ্যালেঞ্জ দেখা যায়। এর পিছনে কাজ করে এক ধরণের মনস্তত্ব। আসলে গ্রাহকরা নতুন বছরে নতুন গাড়ি কিনতে বেশি পছন্দ করেন।
advertisement
সম্প্রতি ‘মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫’-এর আয়োজন করা হয়েছিল রাজধানী দিল্লিতে। সেখানে অনেক নতুন মডেল আত্মপ্রকাশ করেছে। এর মধ্যে কিছু মডেলের ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে চলতি বছরেই। যাইহোক, ডিসেম্বরে সামগ্রিকভাবে টু হুইলারের বিক্রি কমলেও কয়েকটি মডেল দুর্দান্ত পারফর্ম করেছে। এর মধ্যে এক নম্বরে রয়েছে হিরো স্প্লেন্ডার।
advertisement
সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হিরো স্প্লেন্ডার: দীর্ঘ কয়েক বছর ধরেই হিরো স্প্লেন্ডারই কোম্পানির এক নম্বর বাইক। ২০২৪-এর ডিসেম্বরেও এর অন্যথা হয়নি। দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় একদম শীর্ষে রয়েছে হিরো স্প্লেন্ডার। পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরে ১,৯২,৪৩৮ ইউনিট স্প্লেন্ডার বিক্রি হয়েছে। তবে ইয়ার অন ইয়ার পরিসংখ্যান ধরলে বিক্রি কমেছে অনেকটাই, প্রায় ১৫.৫০ শতাংশ।
advertisement
advertisement
advertisement
টু হুইলার বিশেষজ্ঞরা বলছেন, ৩৫০ সিসি সেগমেন্টে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। তবে ক্লাসিক ৩৫০ নিজেদের অবস্থান একই জায়গায় ধরে রেখেছে। বিক্রির দিক থেকে ষষ্ঠ স্থানে রয়েছে বাজাজ প্ল্যাটিনা। ডিসেম্বরে ২৫,৫৮৪ নতুন গ্রাহক প্ল্যাটিনা কিনেছেন। সপ্তম স্থানে রয়েছে সিবি ইউনিকর্ন। ২০,৯৯১ নতুন গ্রাহক পেয়েছে কোম্পানি।
advertisement