ফিফার নির্বাসন, ভারতে কি তা হলে আর ফুটবল খেলাটাই হবে না? জেনে নিন

Last Updated:

Fifa bans Aiff: ভারতে কি তা হলে ফুটবল খেলাটা বন্ধ হয়ে গেল! ফিফার ব্যান কতটা ক্ষতি করল ভারতের! জানুন।

#কলকাতা: ভারতীয় ফুটবলের কালো দিন। এমনিতেই ভারতীয় ফুটবলের মান নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। গত কয়েক বছরে সেই মান নিয়ে প্রশ্ন আরো জোরালো হয়েছে। আইএসএল-এর সুবাদে ভারতীয় ফুটবল নতুন দিশা দেখেছিল বটে! তবে তা নিয়েও আশার আলো নেই।
গোঁদের উপর বিষফোঁড়ার মতো এবার ফিফার নির্বাসন। ব্যাপারটা কিন্তু হালকাভাবে নেওয়ার মতো নয়। ফিফার এই নির্বাসনের ফলে ভারতীয় ফুটবলের সমস্যা আরও বাড়ল। যদিও এই নির্বাসন থেকে বেরিয়ে আসার পথ রয়েছে।
advertisement
advertisement
নির্বাসিত করার আগে ফিফা সতর্ক করেছিল এআইএফএফকে। তবে ফেডারেশনের কর্তাদের ঘুম ভাঙেনি। কোনও সতর্কতাই তাঁদের শীতঘুম থেকে জাগাতে পারেনি। যার ফলে আজ ভারতীয় ফুটবলকে এমন কালো দিন দেখতে হল।
এখন প্রশ্ন হচ্ছে, ফিফার এই নির্বাসনের ফলে কি ভারতীয় ফুটবলে বড় ক্ষতি হল! ভারতে কি ফুটবল খেলাটাই বন্ধ হয়ে যাবে! কার্যত ব্যাপারটা সেরকমই। একটি নির্দিষ্ট পর্বের জন্য ভারতে সবরকম ফুটবল কেন্দ্রিক কার্যকলাপ বন্ধ হয়ে গেল। দেখে নেওয়া যাক এক নজরে-
advertisement
  • সিনিয়র এবং জুনিয়র, ভারতের কোনও জাতীয় দল কোনও  আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারবে না।
  • ভারতীয় ফুটবল দল গত কয়েক মাসে দুর্দান্ত পারফর্ম করেছে। তবে এবার সুনীল ছেত্রীর দল কোনোরকম আন্তর্জাতিক ম্যাচ  টুনামেন্টে অংশ নিতে পারবে না।ফলে এশিয়ান কাপে খেলা হবে না ভারতের।
  • আপাতত যা পরিস্থিতি তাতে ভারতে অনূর্ধ্ব -১৭ মহিলাদের বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা নেই। তবে ব্যান উঠে গেলে তা সম্ভব।
  • ভারতীয় ফুটবলের ব়্যাঙ্ক আবার শূন্য থেকে শুরু হবে। অর্থাত্ এক ঝটকায় এত বছরের সাফল্য মাটিতে মিশে গেল। আবার নতুন করে  শূন্য থেকে শুরু করতে হবে সুনীল ছেত্রীদের। অর্থাত্ এদেশের ফুটবল আরও কয়েক বছর পিছিয়ে গেল।
advertisement
ক্লাবের উপর প্রভাব-
৭ সেপ্টেম্বর ঘরের মাঠে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে খেলার কথা এটিকে মোহনবাগানের। ফিফার নির্বাসন বহাল থাকলে সেি ম্যাচ খেলতে পারবে না তারা।
আরো পড়ুন- Indian football : একমাত্র পথ দ্রুত নির্বাচন! নির্বাসন তোলার জোড়া শর্ত জানিয়ে দিল ফিফা
নতুন করে কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে না কোনও ভারতীয় ক্লাব। ফলে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ফুটবলার রিক্রুট আটকে গেল। ভারতীয় কোনও ক্লাবে খেলা কোনও বিদেশি ফুটবলার এখন অন্য দেশে যেতে পারবেন না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফিফার নির্বাসন, ভারতে কি তা হলে আর ফুটবল খেলাটাই হবে না? জেনে নিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement