টানা সাতটি টি-২০ সিরিজের ফাইনাল, অনন্য় রেকর্ড অধিায়ক হরমনপ্রীত কউরের

Last Updated:

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত মোট সাতটি ট্রফি ফাইনাল খেলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রতিটি সিরিজেই দলকে নেতৃত্বে দিয়েছেন হরমনপ্রীত কউর।

মহিলা এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে একতরফা ম্য়াচে দুর্মুশ করে চ্য়াম্পিয়ন হয়েছে ভারতীয় দল। রোহিত শর্মা-বিরাট কোহলিরা চলতি বছরে যা করে দেখাতেপারল না তা করে দেখাল হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মার। শুধু এশিয়া সেরা হওয়াই নয়, ফাইনালে উঠে ইতিহাসের পাতায় নাম লেখালেন মহিলা টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কউরও।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত মোট সাতটি ট্রফি ফাইনাল খেলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর আশ্চর্যের বিষয় হল এই সাতটি প্রতিযোগিতাতেই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত কউর। ফলে ভারতীয় ক্রিকেট এমন নজির ফের কবে হবে তা বলা মুশকিল। হরমনপ্রীত কউর বর্তমানে সব ফর্ম্য়াটে টিম ইন্ডিয়ার অধিনায়ক। ফলে এই সংখ্য়াটা আরএ বাড়বে।
advertisement
হরমনপ্রীত কউর টি-২০ প্রতিযোগিতায় প্রথম ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ২০১২ সালের এশিয়া কাপে। এরপরে ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপ, ২০২০ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত ত্রিদেশীয় একদিনের সিরিজ , এছাড়া ২০২০ টি-২০ বিশ্বকাপ, চলতি বছরের কমনওয়েলথ গেমসের ফাইনালেও নেতৃত্ব দিয়েছিলেন হরমপ্রীত কউর। আর এবার এশিয়া কারে দলকে নেতৃত্ব দিয়ে ও চ্য়াম্পিয়ন করে সাতে সাত করলেন হরমনপ্রীত।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ম্যাচে প্রথম ব্য়াটিং করে মাত্র ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান করে চামারি আত্তাপাত্তুর দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রেণুকা সিং। এছাড়া দুটি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও স্নেহ রানা। রান তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে ৮.৩ ওভারে জয়ের লক্ষ্য়ে পৌছে যায় টিম ইন্ডিয়া। ২৫ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন স্মৃতি মন্ধনা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টানা সাতটি টি-২০ সিরিজের ফাইনাল, অনন্য় রেকর্ড অধিায়ক হরমনপ্রীত কউরের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement