ব্যাটে স্মৃতি, বলে রেনুকা! লঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

Last Updated:

India beat Sri Lanka by 8 wickets in women Asia Cup final as Smriti Mandhana stars with the bat. লঙ্কাকে উড়িয়ে সপ্তমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

শ্রীলংকা - ৬৫/৯
ভারত - ৭১/২
ভারত জয়ী ৮ উইকেটে
#সিলেট: এশিয়া কাপ ফাইনালে ভারত যে সপ্তম বারের মতো চ্যাম্পিয়ন হতে চলেছে, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল শ্রীলংকার মহিলা ক্রিকেট দল ৬৫ রানে অলআউট হওয়ার পর। শুধু দেখার ছিল ভারত কত তাড়াতাড়ি এই রান তুলতে পারে, দশ উইকেটে জয় আছে কিনা। দশ উইকেটে জয় এল না বটে। শেফালী (৫) স্টাম্প আউট এবং জেমিমা রড্রিগেজ ( ২) তাড়াহুড়ো করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন।
advertisement
advertisement
কিন্তু স্মৃতি মান্ধানা যে ফর্মে আছেন তাকে আউট করা দুনিয়ার সেরা বোলিং লাইন আপের বিরুদ্ধে কষ্টকর। দেখে শুনে নিজের শট বাছাই করলেন ভারতের ওপেনার। প্রয়োজনে ড্রাইভ মারলেন, ব্যাকফুটে কাট করলেন। কপি বুক সব শট দেখা গেল স্মৃতির ব্যাট থেকে। অন্যদিকে অধিনায়ক হরমনপ্রীত যোগ্য সহায়তা করে গেলেন।
বলা যায় একপেশে ফাইনালে প্রতিপক্ষকে দূরমুশ করে চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা। কয়েক মাস আগে ইংল্যান্ডের মাটিতে গিয়ে ইংলিশ মেয়েদের হোয়াইটওয়াশ করেছিল ভারত। আজকে এশিয়া চ্যাম্পিয়ন হল। পরের বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপের আগে প্রয়োজনীয় অক্সিজেন তুলে নিল ভারতের মেয়েরা
advertisement
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলংকা। কিন্তু প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়। একের পর এক উইকেট হারাতে থাকল তারা। স্কোরবোর্ড দেখলে ফোন নম্বর মনে হবে। অধিনায়ক চামারি আতাপত্তু (৬), সঞ্জীবনী (২), হর্ষিতা (১), নিলাক্ষী (৬), হাদিনি (০), কাবিশা (১) শুধু এলেন আর গেলেন। এর মধ্যে দুটো রান আউট। তিনটি উইকেট নিলেন রেনুকা ঠাকুর।
advertisement
রাজেশ্বরী গায়কোয়ার দুটি, স্নেহ রানা একটি উইকেট নিলেন। একটি টুর্নামেন্টের ফাইনালে এরকম জঘন্য ব্যাটিং এর আগে কোনও দল করেছে কিনা সন্দেহ। আসলে ভারতের দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিং এর কাছে প্রথম থেকেই চাপে পড়ে যায় লঙ্কা। ভারতের মেয়েরা ইঞ্চির জন্য নিঃশ্বাস নিতে দেয়নি প্রতিপক্ষকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ব্যাটে স্মৃতি, বলে রেনুকা! লঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement