বিশ্বকাপে হারের পর অশান্তি! গুলি করে হত্যা করা হল ফ্রান্সের ফুটবলারকে
- Published by:Sudip Paul
Last Updated:
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হারের যন্ত্রণা এখনও ভুলতে পারেন ফ্রান্সের জনগণ। এরইমধ্যে ফ্রান্সের মার্সেইয়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। গুলি করে হত্যা করা হল এক ফ্রান্সের ফুটবলারকে।
#প্যারিস: আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ হারের রেশ থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি ফ্রান্স। এক সপ্তাহ কেটে গেলেও এখনও প্যারিস সহ ফ্রান্সের একাধিক জায়গা সরগরম। মেসিদের হাতে টানা দ্বিতীয় বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হতেই ফ্রান্সের একাধিক জায়গায় অশান্তি হয়। বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। যা নিয়ন্ত্রণ আনতে পুলিসের লাঠি চার্জ থেকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। এরই মধ্যে এবার ফ্রান্সের এক ফুটবলারকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটল।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ফ্রান্সের মার্সেই সংলগ্ন এলাকায়। ঘটনাটি ঘটছে গত শুক্রবার। রাতে ওই ফুটবলারকে গুলি করে দুষ্কৃতীরা। আঘাত গুরুতর হওয়ার চিকিৎসা করার সুযোগ পাওয়া যায়নি। প্রয়াত ফুটবলারের নাম আদেল সান্তানা মেন্ডি। তাঁর বয়স ছিল ২২ বছর। জন্ম ফ্রান্সে হলেও আদেলের বাবা-মা সেনেগালের। মার্সেইয়েপ যুব অ্যাকাডেমি থেকেই ফুটবলে হাতেখড়ি হয়েছিল আদেল সান্তামে মেন্ডির।
advertisement

advertisement
বছর ২২ এর ফুটবল ফ্রানেসের ছোট ক্লাবগুলিতে ফুটবল খেলেথেন। গত জুনেই ফ্রান্সের ঘরোয়া লিগের চতুর্থ ডিভিশনের ক্লাব ওবানিয়াতে যোগ দিয়েছিলেন আদেল। খুবই প্রতিশ্রুতিমান ফুটবলার ছিল বলে জানা গিয়েছে। স্বপ্ন দেখতেন বড় ক্লাবে খেলার। কিন্তু এইভাবে তাকে কেন খুন করা হল, এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত সেই বিষয়ে কিছুই জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
advertisement
একদিকে বিশ্বকাপ ফাইনাল হারের যন্ত্রণা তারউপর দেশের ফুটবলারের এমন মৃত্যুতে শোকস্তব্ধ ফ্রান্স থেকে ফুটবল মহল। ভেঙে পড়েছে তাঁর পরিবার। আদেলের ক্লাব ওবানিয়ার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দেওয়া হয়েছে ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আদেলের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফুটবল দুনিয়া। তার আত্মার শান্তি কামনা করেছেন সকলে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2022 5:59 PM IST