বিশ্বকাপ ফাইনালে মেসির গোল বাতিল! শেষ হচ্ছে না ফরাসীদের অভিযোগ

Last Updated:

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলার ফল ৩-৩। রুদ্ধশ্বাস টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্ব জয় করেছে আর্জেন্টিনা। তবে এবার মেসির গোল বাতিলের দাবি ফরাসী বিশেষজ্ঞদের।

#প্যারিস: রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনার মাথায় বিশ্বসেরার মুকুট উঠেছে। স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির। বিশ্বকাপ ফাইনালের দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল। বড় দিন ও নিউ ইয়ার সেলিব্রেশনে গোটা বিশ্ব মেতে উঠলেও বিশ্বকাপ ফাইনালের উত্তাপ যেন কিছুতেই কমছে না। বিশেষ করে ফরাসীরা তাদের এই হার মেনে নিতে পারছেন না। তার জন্য নান কারণও তুলে ধরা হচ্ছে।
ইতিমধ্যেই বিশ্বকাপ ফাইনাল পুনরায় করার জন্য ফরাসী জনগণ দুই লক্ষ সই সংগ্রহ করে তা ফিফাকে পাঠিয়েছে। মার্টিনেজ ও এমবাপেকে নিয়েও চলছে নানা বিতর্ক। এরইমধ্যে এবার বিশ্বকাপ ফাইনালে মেসির করা দ্বিতীয় গোল বাতিল করার দাবি জানাল ফ্রান্সের একদল বিশেষজ্ঞ ও সাধারণ নাগরিক। কারণ সেই গোলটি নাকি অনৈতিক ও ফিফার নিয়ম বিরুদ্ধ ছিল।
advertisement
তাদের দাবি অনুযায়ী মেসি যখন অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তখন মাঠে ছিল আর্জেন্টিনার অতিরিক্ত প্লেয়ার। আর্জেন্টিনার এক জন ফুটবলার পরিবর্ত হিসাবে নামার জন্য সাইড লাইনের ধারে অপেক্ষা করছিলেন। গোলের সময় তিনি নিয়ম ভেঙে মাঠের ভিতর চলে আসেন। ফিফার নিয়ম অনুযাযী তা সঠিক নয়। আর ওই গোল বাতিল হলে জয়ের জন্য ফ্রান্সকে টাই ব্রেকারে যেতেই হত না।
advertisement
advertisement
advertisement
ফরাসী বিশেষজ্ঞদের এই দাবির জবাব দিতে আসরে নামেন বিশ্বকাপ ফাইনালের রেফারি মার্সিনিয়া। তিনি একটি ভিডিও দেখে পাল্টা দাবি করেন আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল করতে হলে ফ্রান্সের তৃতীয় গোলও বাতিল করতে হবে। মার্সিনিয়ার ফোনে রেখে দেওয়া ছবিতে দেখা গিয়েছে, অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে এমবাপে পেনাল্টি মারার সময় ফ্রান্সের রিজার্ভ বেঞ্চের ৭ জন ফুটবলার উত্তেজনায় মাঠের ভিতরে চলে যান। মার্সিনিয়ার দাবি তাহলে দুটি গোলই বাতিল করা উচিৎ।
advertisement
advertisement
পোল্যান্ডের রেফারির এহেন জবাব দেওয়ার পর খুব একটা আর মুখ খুলতে পারেননি ফরাসী ফুটবল বিশেষজ্ঞরা। তাদের যুক্তিতেই যেভাবে তাদের জবাব দিয়েছেন মার্সিনিয়া তাতে তাদের বলার মত আর কিছুই নেই। উত্তেজনার মুহূর্তে এমন ঘটনা ঘটেছে তাতে ম্যাচে কোনও বিঘ্ন ঘটেনি বলে দাবি আরেক দল বিশেষজ্ঞদের। তবে ফাইনাল বাতিলের দাবিতে অনড় ফ্রান্সের একটা বড় অংশ। এসব নিয়ে না ভেবে আর্জেন্টিনা কিন্তু ব্যস্ত রয়েছে বিশ্বজয়ের সেলিব্রেশনে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ ফাইনালে মেসির গোল বাতিল! শেষ হচ্ছে না ফরাসীদের অভিযোগ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement