Ravi Shastri T20 World Cup : টি টোয়েন্টি বিশ্বকাপে হারের ব্যাখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড রবি শাস্ত্রী

Last Updated:

Ravi Shastri trolled on social media for his explanation T20 World Cup. প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে নিয়ে হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়, টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবির কারণ ব্যাখ্যা করেছেন রবি শাস্ত্রী

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবির কারণ ব্যাখ্যা করেছেন রবি শাস্ত্রী
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবির কারণ ব্যাখ্যা করেছেন রবি শাস্ত্রী
তবে এখন দলের দায়িত্ব ছেড়ে পুরনো কাসুন্দি ঘেঁটে বেড়াচ্ছেন রবি। সম্প্রতি এমন একটি মন্তব্য করেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর গালাগালি হজম করতে হচ্ছে তাকে। গত টি-২০ বিশ্বকাপে অন্যতম ফেভারিট ধরা হয়েছিল ভারতকে। কিন্তু বিরাট কোহলির দল প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে পারেনি। প্রথম দু’টি ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় নক-আউটে কোয়ালিফাই করতে পারেনি তারা।
advertisement
advertisement
আমিরশাহিতে ভারতের এই ভারাডুবির কারণ ব্যাখ্যা করলেন তত্কালীন কোচ রবি শাস্ত্রী। শনিবার তিনি বলেন, প্রথম ম্যাচে পাকিস্তান দুর্দান্ত খেলেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল আমাদের। কিন্তু সেই ম্যাচে অপ্রত্যাশিতভাবে ভয় পেয়ে যায় ছেলেরা। আর সেটা তাদের খেলায় স্পষ্ট চোখে পড়ছিল। লড়াই করে হারলে বলার কিছু থাকে না। কিন্তু ভীতুর মতো খেলে হারলে কষ্ট হয় বেশি।
advertisement
পাশাপাশি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে শুরুতে হারলে ঘুরে দাঁড়ানো মুশকিল হয়ে যায়। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের হেড কোচের পদ থেকে বিদায় নেন রবি শাস্ত্রী। শেষটা ভাল না হওয়ায় কিছুটা আক্ষেপ রয়েছে তাঁর। তবে টি-২০ বিশ্বকাপের ফরম্যাট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার। শাস্ত্রীর কথায়, এবারের ফরম্যাট ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের মতো ছিল না।
advertisement
ইংল্যান্ডে প্রতিটি দল সবার বিরুদ্ধে খেলছিল। তারপর সেরা চার দল নক-আউটে গিয়েছিল। আমার মতে, রাউন্ড-রবিন ফরম্যাটই বিশ্বকাপের ফল নির্ধারণের জন্য আদর্শ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সর্মথকরা রবি শাস্ত্রির উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, দলে কেন ভয় ঢুকল? কোচ হিসেবে আপনি কী করছিলেন? যখন জানতেন পাকিস্তানের কাছে প্রায় আত্মসমর্পণ করার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাঁচা-মরার লড়াই, ছেলেদের মানসিকভাবে কেন চাঙ্গা করতে পারলেন না?
advertisement
শুধু ঘুমানোর জন্য কি কোটি কোটি টাকা বেতন নিতেন ? ভারতের কোচের পদটা কি বসে বসে দেখার জন্য তৈরি হয়েছে? রবি অবশ্য সোশ্যাল মিডিয়ায় এসব প্রশ্নের উত্তর দেননি। অতীতে তিনি দাবি করেছিলেন তার আমলে ভারতীয় দলের অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় নাকি কপিল দেবের প্রথম বার বিশ্বকাপ জয়ের থেকে এগিয়ে। গৌতম গম্ভীর সহ যার প্রতিবাদ করেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটাররা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Shastri T20 World Cup : টি টোয়েন্টি বিশ্বকাপে হারের ব্যাখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড রবি শাস্ত্রী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement