হোম /খবর /খেলা /
ভারতীয় পতাকায় সই করলেন পাকিস্তান ক্রিকেটার, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও

ভারতীয় পতাকায় সই করলেন পাকিস্তান ক্রিকেটার, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও

ভারতীয় পতাকায় সই পাক ক্রিকেটারের

ভারতীয় পতাকায় সই পাক ক্রিকেটারের

বরাবর বিতর্কিত চরিত্র প্রাক্তন পাকিস্তান অধিনায়ত শাহিদ আফ্রিদি। কখনও তিনি মানবিক, কখনও আবার ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন নানা কারণে। এবার এক অন্য রূপে দেখা গেল প্রাক্তন পাক অধিনায়ককে।

  • Share this:

কাতার: বরাবর বিতর্কিত চরিত্র প্রাক্তন পাকিস্তান অধিনায়ত শাহিদ আফ্রিদি। কখনও তিনি মানবিক, কখনও আবার ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন নানা কারণে। ক্রিকেট থেকে অবসরের পরও নানা কারণে বারবার শিরোনামে উঠে এসেথেন শাহিদ আফ্রিদি। এবার এক অন্য রূপে দেখা গেল প্রাক্তন পাক অধিনায়ককে। বর্তমানে লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে ব্যস্ত রয়েছেন শাহিদ আফ্রিদি। সেখানে এমন এক কাণ্ড ঘটালেন আফ্রিদি যা মন জয় করে নিল সকলের।

লেজেন্ড লিগ ক্রিকেটে এশিয়া লায়ন্স দলকে নেতৃত্ব দিচ্ছেন শাহিদ আফ্রিদি। কাতারে চলছে প্রাক্তনদের এই টি-২০ প্রতিযোগিতা। সেখানে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে ভারতীয় এক ফ্যান সইয়ের আবেদন জানান আফ্রিদির কাছে। সই করার জন্য ওই ভারতীয় সমর্থক এগিয়ে দেন একটি ভারতীয় পতাকা। শাহিদ আফ্রিদিকে দেখা যায় বিনা দ্বিধায় ওই ভারতীয় পতাকায় যত্নের সঙ্গে সই করে দেন আফ্রিদি। এছাড়া একটি জার্সিতেও নিজের সিগনেচার করে দেন আফ্রিদি।

আরও পড়ুনঃ IPL 2023: শুরু কেকেআর ম্যাচের টিকিট বিক্রি, কত দাম কোথায় পাবেন, রইল বিস্তারিত তথ্য

সেই ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড স্বীকৃত একটি ফ্যান ক্লাবের তরফ থেতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আফ্রিদির ভারতীয় পতাকায় সই করার ভিডিও মন জয় করে নেয় নেটিজেনদের। যদিও এমন করায় বেশ কিছু পাক ফ্যান সমালোচনা করেছেন শাহিদ আফ্রিদির। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন পাক তারকা। প্রসঙ্গত, শুধু ভারতীয় পতাকায় সই করা নয়, কয়েক দিন আগে ম্যাচ চলাকালীন গৌতম গম্ভীরের হেলমেটে বল লাগনে তাকে গিয়ে দেখে আসেন আফ্রিদি। এতে গম্ভীর-আফ্রিদির সম্পর্কের বরফও অনেকটাই গলেছে বলে মত সকলের।

Published by:Sudip Paul
First published:

Tags: Indian Flag, Pakistan, Shahid Afridi, Viral Video