IPL 2023: শুরু কেকেআর ম্যাচের টিকিট বিক্রি, কত দাম কোথায় পাবেন, রইল বিস্তারিত তথ্য
- Published by:Sudip Paul
Last Updated:
IPL 2023: সোমবার থেকেঅনুশীলন শুরু করেছ ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি কেকেআর। নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে প্রথম অনুশীলন করে নাইটরা। একইসঙ্গে শুরু হয়েছে কেকেআর ম্যাচের টিকিট বিক্রিও।
কলকাতা: কোভিড অতিমারির পর ফের তিলোত্তমায় ফিরছে বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। সোমবার থেকেই আসন্ন আইপিএল ২০২৩ মরসুমের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে ইডেনের ইন্ডোরে প্রথম অনুশীলন করল কেকেআর। ইতিমধ্যেই শহরে চলে এসেছে একাধিক তারকা। কয়েক দিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন সকলেই। মরসুম শুরু অনেক আগে থেকেই ইডেন গার্ডেন্সে আয়োজিত কেকেআর ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু করে দিল নাইট কর্তৃপক্ষ।
দীর্ঘ দিন পর শহরে আইপিএল ফেরায় ক্রিকেট জ্বর ইতিমধ্যেই কাবু করতে শুরু করেছে ক্রীড়া প্রেমিদের। ঘরের মাঠে প্রিয় দলের খেলা দেখার জন্য অপেক্ষায় সকলেই। ফলে এবারের আইপিএল ঘিরে টিকিটের চাহিদাও তুঙ্গে থাকবে বলেই মনে করছে কেকেআর ম্যানেজমেন্ট। টিকিকের দামও কিছুটা বাড়ানো হয়েছে। সবথেকে কম দামের যে টিকিট রাখা হয়েছে তার মূল্য ৭৫০ টাকা। এই টিকিট কাটলে পাঁচটি ব্লকের আপার টায়ার থেকে খেলা দেখা যাবে। অনলাইনে বুক মাই শো ও অফ লাইনে কাউন্টার থেকেও মিলছে টিকিট।
advertisement
৭৫০ টাকার পর টিকিটের মূল্য ১০০০ টাকা। ৭৫০ টাকার তুলনায় আরও একটু কাছ থেকে ১০০০ টাকার টিকিটে খেলা দেখা যাবে। ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসের লোয়ার টায়ারে বসে খেলা দেখতে গেলে খরচ করতে হবে ৮ হাজার টাকা। ক্লাব হাউসের আপার টায়ারের টিকিটের দাম ৫ হাজার টাকা। থাকছে নাইটদের কর্পোরেট বক্সে সেলিব্রেটিদের সঙ্গে বসে এলাহিভাবে খেলা দেখার ব্যবস্থাও। তার জন্য আপনাকে প্রতি টিকিট পিছু খরচ করতে হবে ২৬০০০ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ, মেসিদের দেখতে টিকিট পেতে মরিয়া ১৫ লক্ষের বেশি ফ্যান
প্রসঙ্গত, ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শ্রেয়স আইয়রকে ছাড়া মরসুম শুরু করায় নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে কেকেআরকে। অধিনায়ক হওয়ার দৌড়ে এখনও পর্যন্ত সবথেকে এগিয়ে আন্দ্রে রাসেলের নাম। পয়লা এপ্রিল কেকেআরের প্রথম ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ৬ তারিখ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ নাইটদের। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 12:23 PM IST