ইরান চ্যালেঞ্জ নিতে তৈরি পর্তুগীজরা, ফের রোনাল্ডো ম্যাজিকের অপেক্ষা

Last Updated:

সোমবার ফের নামছেন ম্যাজিশিয়ান। মহানায়কের আগুনে ফর্মের অপেক্ষায় পর্তুগিজরা।

#মর্ডোভিয়া এরিনা:  শুরুতেই চার গোলের হুঙ্কার। বুঝিয়ে দিয়েছেন এই বিশ্বকাপ তাঁরই হতে চলেছে। সোমবার ফের নামছেন ম্যাজিশিয়ান। মহানায়কের আগুনে ফর্মের অপেক্ষায় পর্তুগিজরা।
মেসি কোথায়। পেনাল্টি মিস। যেন দিকভ্রষ্ট। নেইমার গোল করলেও ছন্দহীন। সেখানে মাঝারি মানের একটা দলকে নিজের কাঁধে টানছেন সিআর সেভেন। সব তারকাকে পিছনে ফেলে তাই অনেক এগিয়ে। গোল করার সঙ্গে নীচে নেমে ডিফেন্ডারদেরও সাহায্য করছেন। ক্যাপ্টেন হয়ে আরও যেন টিমম্যান।
advertisement
advertisement
গত বিশ্বকাপের শেষ ম্যাচ থেকে ধরলে টিমের সবকটি গোলই রোনাল্ডোর। এবার পর্তুগিজ মহাতারকার সামনে ইরান। এই ইরানের বিরুদ্ধেই বিশ্বকাপের প্রথম গোল ছিল রোনাল্ডোর। চলতি বিশ্বকাপে এপর্যন্ত ২ ম্যাচে ৪ গোল করে লুকাকুর সঙ্গে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপের ১৫ ম্যাচে ৭ গোল হয়ে গেল এই গোলমেশিনের।
DgaHDc1X4AAMUtW
advertisement
মেগা ম্যাচের আগে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডি পোস্ট করেন রোনাল্ডো। আবেগঘন ওই পোস্টের মাধ্যমে সিআর সেভেন বুঝিয়ে দিয়েছেন তাঁর জীবনে পজিটিভ ছাড়া কিছু নেই। থিঙ্ক পজিটিভি, বি পজিটিভ ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইরান চ্যালেঞ্জ নিতে তৈরি পর্তুগীজরা, ফের রোনাল্ডো ম্যাজিকের অপেক্ষা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement