জয়ের খোঁজে জোয়াকিম, ম্যাচের ছন্দ খুঁজছে জার্মান আক্রমণ

Last Updated:

হার দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে খেতাবরক্ষার লড়াইতে নামা বিশ্বচ্যাম্পিয়ন ৷

#সোচি: হার  দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে খেতাবরক্ষার লড়াইতে নামা বিশ্বচ্যাম্পিয়ন ৷  তাই  যে কোনও মূল্যে সুইডেন ম্যাচ জিততে হবে। লাইফলাইনের সন্ধানে শুরু থেকে রয়েসকে নামাতে পারেন জোয়াকিম লো। কোপ পড়তে পারে ড্রাক্সলার বা খেদিরার উপর। তিন পয়েন্টের জন্য সর্বস্ব ঝাঁপাতে তৈরি  লো।
একটা ম্যাচ লো-এর দুনিয়া কত বদলে দিয়েছে। হ্যান্ডসাম হেডস্যারের সুখের সংসারে ছোটখাটো চিড়। তাঁর কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দলের অন্দরে।  জোয়িকম লো জানেন সুইডেন ম্যাচ জিতে গেলে এসব উধাও হয়ে যাবে। তার জন্য বেশ সাবধানী তিনি।
advertisement
advertisement
জার্মান কোচ  তাঁর চেনা ৪-২-৩-১ ছকেই শনিবার দল নামাবেন। মেক্সিকো ম্যাচে পরিবর্ত হিসাবে নামলেও সুইডেনের বিরুদ্ধে শুরু থেকে খেলার সম্ভাবনা রয়েসের। গত ম্যাচে লো তিনজন পরিবর্ত ফুটবলার নামান। সুইডেন ম্যাচে সামনে থাকবেন ওয়ার্নার। তাঁর একটু পিছনে মুলার, রয়েস ও ওজিল। তাদের বল জোগানোর দায়িত্বে ক্রুস ও খেদিরার। ডিফেন্সে হুমেলস, বোয়েতাং, কিমিচ। আর প্ল্যাটনহার্ডের জায়গায় ফিরবেন হেক্টর।
advertisement
খেদিরাকে শুনতে হচ্ছে তাঁর বাড়ি ফেরার টিকিট কেটে রাখা আছে। ওজিলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাথুউজের মতো কিংবদন্তীরা। সমালোচনায় বিদ্ধ একটা দল জানে তারা জার্মান। তাঁদের স্পিডে বিপক্ষ বাজিমাত হয় এবার তাদের প্রয়োজন ফিনিশারের ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জয়ের খোঁজে জোয়াকিম, ম্যাচের ছন্দ খুঁজছে জার্মান আক্রমণ
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement