জয়ের খোঁজে জোয়াকিম, ম্যাচের ছন্দ খুঁজছে জার্মান আক্রমণ
Last Updated:
হার দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে খেতাবরক্ষার লড়াইতে নামা বিশ্বচ্যাম্পিয়ন ৷
#সোচি: হার দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে খেতাবরক্ষার লড়াইতে নামা বিশ্বচ্যাম্পিয়ন ৷ তাই যে কোনও মূল্যে সুইডেন ম্যাচ জিততে হবে। লাইফলাইনের সন্ধানে শুরু থেকে রয়েসকে নামাতে পারেন জোয়াকিম লো। কোপ পড়তে পারে ড্রাক্সলার বা খেদিরার উপর। তিন পয়েন্টের জন্য সর্বস্ব ঝাঁপাতে তৈরি লো।
একটা ম্যাচ লো-এর দুনিয়া কত বদলে দিয়েছে। হ্যান্ডসাম হেডস্যারের সুখের সংসারে ছোটখাটো চিড়। তাঁর কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দলের অন্দরে। জোয়িকম লো জানেন সুইডেন ম্যাচ জিতে গেলে এসব উধাও হয়ে যাবে। তার জন্য বেশ সাবধানী তিনি।
advertisement
advertisement
জার্মান কোচ তাঁর চেনা ৪-২-৩-১ ছকেই শনিবার দল নামাবেন। মেক্সিকো ম্যাচে পরিবর্ত হিসাবে নামলেও সুইডেনের বিরুদ্ধে শুরু থেকে খেলার সম্ভাবনা রয়েসের। গত ম্যাচে লো তিনজন পরিবর্ত ফুটবলার নামান। সুইডেন ম্যাচে সামনে থাকবেন ওয়ার্নার। তাঁর একটু পিছনে মুলার, রয়েস ও ওজিল। তাদের বল জোগানোর দায়িত্বে ক্রুস ও খেদিরার। ডিফেন্সে হুমেলস, বোয়েতাং, কিমিচ। আর প্ল্যাটনহার্ডের জায়গায় ফিরবেন হেক্টর।
advertisement
খেদিরাকে শুনতে হচ্ছে তাঁর বাড়ি ফেরার টিকিট কেটে রাখা আছে। ওজিলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাথুউজের মতো কিংবদন্তীরা। সমালোচনায় বিদ্ধ একটা দল জানে তারা জার্মান। তাঁদের স্পিডে বিপক্ষ বাজিমাত হয় এবার তাদের প্রয়োজন ফিনিশারের ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2018 7:27 PM IST