শেষ ১৬-র আশা রয়েছে, জেনে নিন আর্জেন্টিনার কঠিন অঙ্ক সহজ করে
Last Updated:
গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপে সুতোয় ঝুলছে মেসিদের ভাগ্য।
#নিজনি নভগরোদ :গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপে সুতোয় ঝুলছে মেসিদের ভাগ্য। আর্জেন্টিনা তাকিয়ে এখন আইসল্যান্ড বনাম নাইজেরিয়া ম্যাচের দিকে। আইসল্যান্ডকে আটকে দিক নাইজেরিয়া। চান আর্জেন্টাইন সমর্থকরা।
আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হচ্ছে নাইজেরিয়া –আইসল্যান্ড ম্যাচের দিকে ৷ সমর্থকরা হিসেব কষতে শুরু করেছেন কী করলে আর্জেন্টিনার নকআউটে ওঠা সম্ভব ?
advertisement
নজর এখন আইসল্যান্ড-নাইজেরিয়া ম্যাচেই। এই ম্যাচে আইসল্যান্ড আটকে গেলেন স্বস্তি পাবেন মেসিভক্তরা। কারণ, আইসল্যান্ড ড্র করলে তাদের দু’ম্যাচে হবে দু পয়েন্ট। সেক্ষেত্রে শেষ ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে অ্যাডভানটেজ পাবে আর্জেন্টিনা। নাইজেরিয়া ম্যাচ জিতলে চার পয়েন্ট নিয়ে নক-আউটে যাওয়ার আশা থাকবে। সব হিসেব উলটে যেতে পারে নাইজেরিয়া-আইসল্যান্ড ম্যাচে সনসরা জিতলে। চার পয়েন্ট নিয়ে তখন মেসিদের উপর চাপ সৃষ্টি করবে আইসল্যান্ড। তাদের শেষ ম্যাচ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ওই ম্যাচ তারা হারলে এবং আর্জেন্টিনা শেষ ম্যাচ জিতলে তখন দু’দেশের গোলপার্থক্য দেখা হবে। কারণ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে।
advertisement
সবমিলিয়ে পরিস্থিতি যা, তাতে আর্জেন্টিনা সমর্থকদের এখন একটাই প্রার্থনা আজ আইসল্যান্ডকে কোনও মতে রুখে দিক নাইজেরিয়া। বাকিটা শেষ ম্যাচে হবে।
Location :
First Published :
June 22, 2018 3:25 PM IST