Mbappe Real Madrid move : মেসি, নেইমারদের ছেড়ে যাবেন এমবাপে !

Last Updated:

Kylian Mbappe wants to leave PSG and wishes to join Real Madrid. রিয়াল মাদ্রিদ এমবাপের জন্য ২২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও এমবাপেকে ছাড়েনি পিএসজি। পিএসজি কর্তারা আশায় ছিলেন এমবাপে চুক্তি শেষের আগে ফের নতুন চুক্তিতে সই করে দেবেন। কিন্তু এবার এমবাপে নিজের ইচ্ছার কথা জানিয়ে দেওয়ায় সেই সম্ভাবনা আর নেই

পিএসজি ছেড়ে রিয়েলে যেতে চান এমবাপে
পিএসজি ছেড়ে রিয়েলে যেতে চান এমবাপে
মেসি-নেইমার-এমবাপেকে আর মাত্র কয়েক মাস একই দলের হয়ে খেলতে দেখা যাবে। বেশ কয়েক মাস ধরেই জানা যাচ্ছিল পিএসজিতে থাকতে চান না এমবাপে। এমনকী রিয়াল মাদ্রিদ এমবাপেকে নিতে যে আগ্রহ প্রকাশ করে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি পিএসজি। ট্রান্সফার উইন্ডো বন্ধের আগে নতুন ক্লাবে সই করার বিষয়টি চূড়ান্ত হয়নি। এতদিন এ প্রসঙ্গে মুখ খোলেননি তারকা স্ট্রাইকার। এবার তিনি জানিয়ে দিলেন, জুলাই মাসেই তিনি পিএসজি কর্তাদের বলেছেন আর এই ক্লাবে থাকতে চান না।
advertisement
advertisement
সূত্রের খবর, রিয়াল মাদ্রিদ এমবাপের জন্য ২২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও এমবাপেকে ছাড়েনি পিএসজি। পিএসজি কর্তারা আশায় ছিলেন এমবাপে চুক্তি শেষের আগে ফের নতুন চুক্তিতে সই করে দেবেন। কিন্তু এবার এমবাপে নিজের ইচ্ছার কথা জানিয়ে দেওয়ায় সেই সম্ভাবনা আর নেই। সামার উইন্ডো বন্ধ হওয়ার পর এমবাপে পিএসজি কর্তাদের কাছে ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন বলে দাবি করেছেন ক্লাবের লিগ ওয়ান ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
advertisement
তবে এমবাপেকে পেতে রিয়াল মাদ্রিদ অনৈতিক পন্থা অবলম্বন করেছিল বলেও জানিয়েছেন তিনি। ফরাসি তারকা অবশ্য জানিয়েছেন তিনি ক্লাবকে আগেই জানিয়েছিলেন প্যারিসের চুক্তি নবীকরণ করতে চান না। তার পরবর্তী লক্ষ্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে খেলা।
সেই মত নিজেকে মানসিকভাবে তৈরি রেখেছিলেন। তিনি ক্লাবকে যোগ্য পরিবর্ত খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট সময় দিতে চেয়েছিলেন। পাশাপাশি লিওনেল মেসি এবং নেইমারদের সঙ্গে খেলতে পারা তার সৌভাগ্য বলে মনে করেছেন ফরাসি তারকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mbappe Real Madrid move : মেসি, নেইমারদের ছেড়ে যাবেন এমবাপে !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement