ইস্টবেঙ্গল ক্লাবে বিরাট চুরি! লক্ষ লক্ষ টাকার ক্ষতি, কীভাবে ঘটল এমন ঘটনা? শুরু তদন্ত

Last Updated:

East Bengal Club: ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ থেকে চুরি হয়েছে লক্ষাধিক টাকার তার ও বৈদ্যুতিক সরঞ্জাম। সাধারণ দর্শক গ্যালারির দিকের ফ্লাডলাইটের গুরুত্বপূর্ণ তার গায়েব হয়ে গেছে বলে জানা গেছে।

News18
News18
ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ থেকে চুরি হয়েছে লক্ষাধিক টাকার তার ও বৈদ্যুতিক সরঞ্জাম। সাধারণ দর্শক গ্যালারির দিকের ফ্লাডলাইটের গুরুত্বপূর্ণ তার গায়েব হয়ে গেছে বলে জানা গেছে। ক্লাব কর্তা দেবব্রত সরকার অভিযোগ জানিয়ে বলেন, এই চুরির ফলে দীর্ঘ কয়েক মাস ধরেই ফ্লাডলাইট বন্ধ অবস্থায় রয়েছে, যা মাঠে সন্ধ্যার পর কোনও অনুশীলন বা ম্যাচ আয়োজনকেই প্রায় অসম্ভব করে তুলেছে।
পিডব্লিউডি-র সহায়তায় তৈরি হওয়া এই ফ্লাডলাইট ব্যবস্থাপনা ছিল ক্লাবের এক গুরুত্বপূর্ণ সম্পদ। চুরি হওয়া সরঞ্জামের আর্থিক মূল্য ছাড়াও, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাবের দৈনন্দিন কার্যকলাপ এবং খেলোয়াড়দের প্রস্তুতির সময়সূচি। গ্যালারির অংশে পর্যাপ্ত আলোর অভাবে ক্লাবের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে।
দেবব্রত সরকার এই বিষয়ে বলেন,”খুবই দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি পি ডাব্লিউ ডি গ্যালারির দিকে যে দুটো ফ্লাড লাইট আছে সেখানকার তার গুলো চুরি করে নিয়ে গেছে। এটা খুবই খারাপ জিনিস। আমাদের প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি বুঝতে পারছি না প্রশাসন কী করছে। সেজন্য আপাতত এখানে ফ্লাড লাইটে খেলা হওয়া সম্ভব নয়। তবে পি ডাব্লিউ ডি আবার আমাদের কোঅপারেট করছে। কাজ চলছে।”
advertisement
advertisement
এই ঘটনার পর ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও সূত্রের খবর। কর্তৃপক্ষ চায়, দোষীদের দ্রুত চিহ্নিত করে কড়া শাস্তি নিশ্চিত হোক এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক। মাঠের নিরাপত্তা  রক্ষায় প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইস্টবেঙ্গল ক্লাবে বিরাট চুরি! লক্ষ লক্ষ টাকার ক্ষতি, কীভাবে ঘটল এমন ঘটনা? শুরু তদন্ত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement