পুরুষদের হকি বিশ্বকাপের ইতিহাস থেকে নানা রেকর্ড, জেনে নিন এক ঝলকে
- Published by:Sudip Paul
Last Updated:
১৩ জানুয়ারি থেকে ওড়িশায় বসতে চলেছে ১৫ তম হকি বিশ্বকাপের আসর। ১৬ দেশের বিশ্বযুদ্ধ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। তার আগে জেনে নিন হকি বিশ্বকাপের ইতিহাস ও রেকর্ড।
#ওড়িশা: আগামি ১৩ জানুয়ারি থেকে ওড়িশায় বসতে চলেছে ১৫ তম হকি বিশ্বকাপের আসর। ২০১৮-র পর ২০২৩। এই প্রথমবার কোনও দেশ পরপর দুটি বিশ্বকাপ আয়োজনের দায়িত্বভার পেয়েছে। ১৬ দেশের বিশ্বযুদ্ধ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। ১৯৭৫ সালে শেষবার হকি বিশ্বকাপ জিতেছিল ভারত। ঘরের মাঠে ৪৮ বছরের ট্রফির খরা কাটা দেখার অপেক্ষায় গোটাদেশ। হকি বিশ্বকাপ শুরুর আগে এক ঝলকে জেনে নিন এই প্রতিযোগিতার ইতিহাস ও নান রেকর্ড সম্পর্কে।
১. ১৯৬৯ সালের মার্চ মাসে ভারত ও পাকিস্তান যৌথভাবে একটি হকি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেয়। ১৯৭১ সাল থেকে প্রথম শুরু হয় হকি বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপ ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
২. এখনও পর্যম্ত সবথেকে বেশি ৪ বার গকি বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। ৩ বার করে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার ও নেদারল্যান্ডস। জার্নমানি চ্যাম্পিয়ন হয়েছে ২ বার। ভারত ও বেলজিয়াম জিতেছে এককবার করে। এবার বেলজিয়াম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছে।
advertisement
advertisement
৩. পুরুষদের বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৯২টি ম্যাচের মধ্যে ৬৯টিতেই জয় পেয়েছে তারা। অস্ট্রেলিয়ার পরই রয়েছে জার্মানি। বিশ্বকাপে তারা ৪৭টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ২৯টিতে জয় পেয়েছে তারা। পিছিয়ে নেই নেদারল্যান্ডসও কারণ তারা ১০০টি ম্যাচ খেলেছে এবং এর মধ্যে ৬১টিতেই জিতেছে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দেশ পাকিস্তান। বিশ্বকাপে তারা ৮৯টি ম্যাচ খেলে ৫১টিতে জয় পেয়েছে।
advertisement
৪. পুরুষদে হক বিশ্বকাপে সবথেকে বেশি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস। প্রথম দেশ হিসেবে এফআইএইচ হকি বিশ্বকাপে ১০০টি ম্যাচ খেলার নজির গড়েছে। ২০১৮ সালের হকি বিশ্বকাপে ১০০টি ম্যাচ খেলার নজির গড়ছিল ডাচরা। ৯৫ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে ভারত। এরপর স্পেন ৯৪ ম্যাচ, ইংল্যান্ড ৯৪ ম্যাচ ও অস্ট্রেলিয়া ৯২ ম্যাচ খেলেছে।
৫. পুরুষদের হকি বিশ্বকাপে সবথেকে বেশি গোল করার রেকর্ড ও সবথেকে বেশি গোল সেভ করার রেকর্ড দুটিই অস্ট্রেলিয়ার দখলে। ৯২ ম্যাচে ৩০৭টি গোল করেছে অস্ট্রেলিয়া ও সেভ করেছে ১০৭টি গোল।
advertisement
৬. এখনও পর্যন্ত পুরুষদের হকি বিশ্বকাপের ১৪টি আসবে মোট ২৬টি দল অংশ নিয়েছে। এবার ২০২৩ সালে চিলি ও ওয়েলস প্রথমবার অংশ নিতে চলেছে। ফলে সেই সংখ্যা ২৮ হবে। এখনও পর্যন্ত ভারত, নেদারল্যান্ড ও স্পেনই প্রতিটি হকি বিষ্বকাপে অংশ নিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2023 5:21 PM IST