Emiliano Martinez: বাংলায় শিখে নিয়েছেন কথা! কবে কলকাতায় আসছেন মার্টিনেজ, জানালেন মেসির প্রিয় দিবু
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Emiliano Martinez: ২০২২ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী এমিলিয়ানো মার্টিনেজের কলকাতায় আসার দিনক্ষণ স্থির হয়ে গেল। নিজেই ফেসবুক পোস্ট করে জানালেন তাঁর কলকাতা সফের দিনক্ষণ। কলকাতার ফুটবল প্রেমিদের ইতিমধ্যে অল্প বিস্তর বাংলাও শিখে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা।
কলকাতা: কাতার বিশ্বকাপে তাঁর হাতেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল লিওনেল মেসির। ৩৬ বছর পর হাসি ফুটেছিল বিশ্ব জুড়ে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকদের। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী এমিলিয়ানো মার্টিনেজের কলকাতায় আসার দিনক্ষণ স্থির হয়ে গেল। মেসির প্রিয় দিবু যে কলকাতা ও বাংলাদেশ সফরে আসছে সেই ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। তবে সূচি নিয়ে ছিল নানা মত। অবশেষে মার্টিনেজ নিজেই ফেসবুক পোস্ট করে জানালেন তাঁর কলকাতা সফের দিনক্ষণ। কলকাতার ফুটবল প্রেমিদের ইতিমধ্যে অল্প বিস্তর বাংলাও শিখে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা।
মার্টিনেজ ফেসবুক পোস্টে জানিয়েছেন আগামি ৩ জুলাই থেকে ৫ জুলাই কলকাতা সফরে থাকবেন তিনি। নিজের একাধিক কর্মসূচির কথাও জানিয়েছেন বিশ্বজয়ী গোলকিপার। পোস্টে এমি জানিয়েছেন,”হ্যালো সবাইকে, আমি ৩রা জুলাই থেকে ৫ই জুলাই ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। সেখাবে মোহনবাগান ক্লাবে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকব। মাঠ পরিদর্শন করব, ফুটবলের প্রচার করব, এছাড়া অনেক অনুষ্ঠান রয়েছে যেখানে যোগ দেব।। আমি জানি কলকাতা এবং বাংলাদেশের প্রচুর আর্জেন্টিনার ভক্ত রয়েছে এবং আমি তাদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব।” শেষে মার্টিনেজ লিখেছেন,“আমি তোমাদের ভালবাসি।”
advertisement
advertisement
জানা গিয়েছে মোহনবাগান ক্লাবে এমিলিয়ানো মার্টিনেজের শুধু প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেওয়া ও সংবর্ধনা পাওয়া ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে। মোহনবাগানে ক্লাবে পেলে, দিয়েগো মারাদোনা এবং গ্যারি সোবার্সের নামে যে গেট রয়েছে তার উদ্বোধন করবেন মার্তিনেস। কিছু ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনার সঙ্গে কথা বলার পাশাপাশি ১০ জনের হাতে আজীবন সদস্যপদ তুলে দেবেন।
advertisement
আরও পড়ুনঃ MS Dhoni: রোহিত-কোহলি-হার্দিকদের পক্ষে ভাঙা অসম্ভব! আইপিএল চ্যাম্পিয়ন ধোনি গড়লেন একাধিক রেকর্ড
প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে দুরন্ত সেভ করে আর্জেন্টিনাকে সেমি ফাইনালে তুলেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালে এক্সট্রা টাইমের শেষ মুহূর্তে মার্টিনেজের দুরন্ত সেভেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুরন্ত সেভ দেন এমি। মেসির বিশ্বজয়ের স্বপ্নপূরণের অন্যতম নায়ককে হাতের নাগালে পাওয়ার অপেক্ষায় দিন গোনা শুরু তিলোত্তমার ফুটবল প্রেমিদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 4:31 PM IST