MS Dhoni: রোহিত-কোহলি-হার্দিকদের পক্ষে ভাঙা অসম্ভব! আইপিএল চ্যাম্পিয়ন ধোনি গড়লেন একাধিক রেকর্ড

Last Updated:

MS Dhoni: পঞ্চমবার আইপিএল জিতে নয়া ইতিহাস গড়ার পাশাপাশি সমর্থকদেরও স্বপ্নপূর্ণ করেছেন এমএসডি। একইসঙ্গে ধোনি ফ্যানেদের আনন্দ আরও কয়েক গুন বাড়িয়ে দিয়েছেন ফাইনাল শেষে এখনই অবসর নিচ্ছেন না জানিয়ে।

আহমেদাবাদ: আইপিএল ২০২৩-এর শুরু থেকেই সিএসকে অধিনায়ক এমএস ধোনিকে ঘিরে দেশের বিভিন্ন শহরে আলাদায় উন্মাদনা, আবেগ, ভালবাসা চোখে পড়েছে। চেন্নাইয়ের অ্যাওয়ে ম্যাচেও হোম টিমের সমর্থনকে বারবার বলে বলে ১০ গোল দিয়েছে মাহির জনপ্রিয়তা। কারণ অনেকেই ধরে নিয়েছিলেন এটাই হয়তো ধোনির শেষ আইপিএল। আর কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। পঞ্চমবার আইপিএল জিতে নয়া ইতিহাস গড়ার পাশাপাশি সমর্থকদেরও স্বপ্নপূর্ণ করেছেন এমএসডি। একইসঙ্গে ধোনি ফ্যানেদের আনন্দ আরও কয়েক গুন বাড়িয়ে দিয়েছেন ফাইনাল শেষে এখনই অবসর নিচ্ছেন না জানিয়ে।
আইপিএব ২০২৩ ফাইনাল খেলতে নেমেই একাধিক রেকর্ড গড়েছিলেন এম এস ধোনি। একইসঙ্গে পঞ্চম ট্রফি জিতে রেকর্ডের তালিকা আরও দীর্ঘায়িত হল সিএসকে অধিনায়কের। সোমবারের আইপিএল ফাইনালে মাঠে নেমেই আইপিএল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ২৫০ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন ধোনি। ২৪৩ ম্যাচ খেলে ধোনির পরেই আছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে ২০০ ম্যাচ খেলার মাইলস্টোন আগেই স্পর্শ করেছেন মাহি। গুজরাত হারিয়ে পঞ্চম ট্রফি জয়ের সঙ্গে আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়কও হলেন ধোনি। ট্রফি জয়ের নিরিখে রোহিত শর্মার সঙ্গে একই আসনে থাকলেও সার্বিকভাবে ধোনির রেকর্ড গগনচুম্বী।
advertisement
আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ১১টি ফাইনাল খেললেন ধোনি। ১০টি সিএসকের হয়ে ও একটি পুণের হয়ে। তারমধ্যে প্রতিযোগিতার ইতিহাসে একটি দলের হয়ে ১০টি ফাইনাল খেলার, তাও এবার অধিনায়ক হিসেবে সেই রেকর্ড কারও পক্ষে ভাঙা খুবই কঠিন। চেন্নাইয়ের হয়ে ৫ বার চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ার পাশাপাশি সর্বাধিক মোট ৬ বার রানার্স (৫বার সিএসকে, ১ বার পুণে) হওয়ার রেকর্ডও ধোনি দখলে। এছাড়া উইকেটকিপার-ব্যাটার হিসেবেও ৫ হাজার আইপিএল রান করার রেকর্ড রয়েছে ধোনির।
advertisement
advertisement
প্রসঙ্গত, পঞ্চমবার চ্যাম্পিয়ন হয়ে নিজের অবসর প্রসঙ্গে ধোনি বলেন,”একটা উত্তর খুঁজছো তাই তো। আমার অবসর নিয়ে। যদি বাস্তব দেখি এটাই অবসর নেওয়ার সেরা সময়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু গত কয়েক মাস জুড়ে গোটা দেশ জুড়ে যে ভালোবাসা পেয়েছে তা ভোলার নয়। হৃদয়ের খুব কাছের। তবে আমার কাছে এই সুখের থেকে কঠিন চ্যালেঞ্জ হল আগামি ৯ মাস পরিশ্রম করে আরও একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও ৬-৭ মাস রয়েছে আমার কাছে ভাবার জন্য। শরীর জন্য এটা সহজ হবে না জেনেও, আমার তরফ থেকে এটাই সমর্থকদের ভালোবাসার উপহার, প্রতিদান।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: রোহিত-কোহলি-হার্দিকদের পক্ষে ভাঙা অসম্ভব! আইপিএল চ্যাম্পিয়ন ধোনি গড়লেন একাধিক রেকর্ড
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement