MS Dhoni: শান্তির-সুখের অবসর নয়, কঠিন চ্যালেঞ্জকেই বেছে নিলেন 'বুড়ো' ধোনি, ফ্যানেদের দিলেন উপহার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ বলে চার হতেই আবেগের বাঁধ ভাঙে সিএসকে ডাগআউটের। ফাইনাল শেষে নিজের অবসর নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন ধোনি।
আহমেদাবাদ: রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ বলে চার হতেই আবেগের বাঁধ ভাঙে সিএসকে ডাগআউটের। স্টেডিয়ামে ফ্যানেদেরও উচ্ছ্বাসের কোনও বাঁধ নেই। আনন্দ, উৎসব, আবেগ থাকলেও, মনের কোণে সকলেরই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এবার কী সেই ‘মহেন্দ্র’ক্ষণ। পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন, আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়ক, চেন্নাইকে সফলতন ফ্র্যাঞ্চাইজি করা সব কিছুই তো হয়ে গেল। হয়তো আর কিছু সময়ের মধ্যেই অবসর ঘোষণা করবেন এমএস ধোনি। কিন্তু নাম যে তাঁর ধোনি। নিজের বয়স, শরীর, ধকল, ফিটনেস, চোট সব কিছুর থেকে বেশি দাম দিলেন ফ্যানেদের ভালোবাসাকে। ফ্যানেদের ভালোবাসার প্রতিদান দিতে জানালেন, সম্ভব হলে, শরীর সাথ দিলে আবার ফিরতে চান তিনি।
ফাইনাল শেষে সকলের মনেই তখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পুরস্কার বিতরণের সময় হর্ষ ভোগলেও সরাসরি প্রশ্নটা জিজ্ঞেস করে উঠতে পারছেন না। তখন ধোনি নিজে থেকে নেতৃত্ব দিয়ে সকলের কৌতুহলের অবসার ঘটান। বলে,”একটা উত্তর খুঁজছো তাই তো। আমার অবসর নিয়ে। যদি বাস্তব দেখি এটাই অবসর নেওয়ার সেরা সময়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু গত কয়েক মাস জুড়ে গোটা দেশ জুড়ে যে ভালোবাসা পেয়েছে তা ভোলার নয়। হৃদয়ের খুব কাছের। তবে আমার কাছে এই সুখের থেকে কঠিন চ্যালেঞ্জ হল আগামি ৯ মাস পরিশ্রম করে আরও একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও ৬-৭ মাস রয়েছে আমার কাছে ভাবার জন্য। শরীর জন্য এটা সহজ হবে না জেনেও, আমার তরফ থেকে এটাই সমর্থকদের ভালোবাসার উপহার, প্রতিদান।”
advertisement
The interaction you were waiting for 😉
MS Dhoni has got everyone delighted with his response 😃 #TATAIPL | #Final | #CSKvGT | @msdhoni pic.twitter.com/vEX5I88PGK
— IndianPremierLeague (@IPL) May 29, 2023
advertisement
আরও পড়ুনঃ Ravindra Jadeja: ক্যাপ্টেন হয়ে ফেল! কঠিন সময়ে সেই জাদেজাই আসলে ‘স্যর’, মাঠ ছাড়লেন ধোনির কোলে
advertisement
এই বয়সে এসেই পঞ্চম আইপিএল জয়কে একটু বেশি স্পেশাল হিসেবে দেখছেন এমএস ধোনি। ক্যাপ্টেন কুল হলেও ফ্যানেদের ভালোবাসায় তাঁরও যে আবেগ আছে, চোখে জল আসে সেই কথাও জানান ধোনি। সিএসকে অধিনায়ক বলেন,’জেতার পর ডাগআউটো যে কিছুক্ষণ মাথা নীচু করে বসেছিলাম, সেই সময় বুঝতে পেরেছিলাম আমাকে এটা উপভোগ করতে হবে।’ পঞ্চম ট্রফি জয়ের জন্য দলের সকল সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন মাহি। তবে ধোনি যে এখনই অবসর নিচ্ছেন না, আবার ফিরতে পারেন পরের আইপিএলে, ধোনির কাছ থেকে এই বার্তা ট্রফি জয়ের আনন্দকে আরও অনেকগুন বাড়িয়ে দিয়েছে সিএসকে ফ্যানেদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 10:28 AM IST