Ravindra Jadeja: ক্যাপ্টেন হয়ে ফেল! কঠিন সময়ে সেই জাদেজাই আসলে 'স্যর', মাঠ ছাড়লেন ধোনির কোলে

Last Updated:
Ravindra Jadeja: রবীন্দ্র জীদেজার ব্যাটে স্বপ্নপূরণ হল এমএস ধোনির ও চেন্নাই সুপার কিংস ফ্যানেদের। ৮ বলে ১৯ রানের করলেও আইপিএলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাদেজার এই ইনিংস।
1/6
রবীন্দ্র জীদেজার ব্যাটে স্বপ্নপূরণ হল এমএস ধোনির ও চেন্নাই সুপার কিংস ফ্যানেদের। ৮ বলে ১৯ রানের করলেও আইপিএলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাদেজার এই ইনিংস।
রবীন্দ্র জীদেজার ব্যাটে স্বপ্নপূরণ হল এমএস ধোনির ও চেন্নাই সুপার কিংস ফ্যানেদের। ৮ বলে ১৯ রানের করলেও আইপিএলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাদেজার এই ইনিংস।
advertisement
2/6
ফাইনালের মত ম্যাচে, প্রবল চাপের মুহূর্তে ২ বলে ১০ রান। সেখান থেকে একটি ছয় ও একটি চার মেরে দলকে ট্রফি এনে দিয়ে ধোনির মঞ্চে সেরা ফিনিশার হয়ে উঠেন স্যার রবীন্দ্র জাদেজা।
ফাইনালের মত ম্যাচে, প্রবল চাপের মুহূর্তে ২ বলে ১০ রান। সেখান থেকে একটি ছয় ও একটি চার মেরে দলকে ট্রফি এনে দিয়ে ধোনির মঞ্চে সেরা ফিনিশার হয়ে উঠেন স্যার রবীন্দ্র জাদেজা।
advertisement
3/6
শেষ বলে যেখানে ধোনি নিজে চোখ বন্ধ করে বসেছিলেন সেখান ব্যাটকে 'তরোয়াল' বানিয়ে বুক চিতিয়ে যুদ্ধ করে দলকে পঞ্চম ট্রফি ও ধেনিকে সেরার শিরোপা এনে দিলেন রবীন্দ্র জাদেজা।
শেষ বলে যেখানে ধোনি নিজে চোখ বন্ধ করে বসেছিলেন সেখান ব্যাটকে 'তরোয়াল' বানিয়ে বুক চিতিয়ে যুদ্ধ করে দলকে পঞ্চম ট্রফি ও ধেনিকে সেরার শিরোপা এনে দিলেন রবীন্দ্র জাদেজা।
advertisement
4/6
স্বপ্নের আইপিএল ফাইনালে স্বপ্নের ফিনিশ করে মাঠে জাদেজার দিক-বিদিক ভুলে জাদেজার দৌড় ছিল দেখার মত। তখনও ডাগআউটে চোখ বন্ধ ধোনির। পুরো দল ছুটছে জাড্ডুর নাগাল পাওয়ার জন্য।
স্বপ্নের আইপিএল ফাইনালে স্বপ্নের ফিনিশ করে মাঠে জাদেজার দিক-বিদিক ভুলে জাদেজার দৌড় ছিল দেখার মত। তখনও ডাগআউটে চোখ বন্ধ ধোনির। পুরো দল ছুটছে জাড্ডুর নাগাল পাওয়ার জন্য।
advertisement
5/6
শেষে ধোনির কাছে গেলেন জাদেজা। প্রিয় সতীর্থকে জড়িয়ে ধরলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। দুই দীর্ধ দিনের সতীর্থের আবেগঘন মুহূর্ত ছিল দেখার মত। শেষে ধোনির কোলে মাঠ ছাড়লেন জাড্ডু।
শেষে ধোনির কাছে গেলেন জাদেজা। প্রিয় সতীর্থকে জড়িয়ে ধরলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। দুই দীর্ধ দিনের সতীর্থের আবেগঘন মুহূর্ত ছিল দেখার মত। শেষে ধোনির কোলে মাঠ ছাড়লেন জাড্ডু।
advertisement
6/6
প্রথমে বল হাতে গুজরাতের সেরা ব্যাটার শুভমান গিলের উইকেট, পরে ব্যাট হাতে ম্যাচ উইনিং-ফিনিশং ইনিংস। সিএসকেরে পঞ্চম ট্রফি জয়ে স্যার জাদেজার ভূমিকা কোনও দিন ভুলবে না সিএসকে।
প্রথমে বল হাতে গুজরাতের সেরা ব্যাটার শুভমান গিলের উইকেট, পরে ব্যাট হাতে ম্যাচ উইনিং-ফিনিশং ইনিংস। সিএসকেরে পঞ্চম ট্রফি জয়ে স্যার জাদেজার ভূমিকা কোনও দিন ভুলবে না সিএসকে।
advertisement
advertisement
advertisement