প্রতিবাদ করলেই পরিবাররের উপর অত্যাচার, ইরান ফুটবল দলকে ফতোয়া সরকারের

Last Updated:

আমেরিকার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামতে চলেছে ইরান। কিন্তু তেহরান শাসনের বিরুদ্ধে কোনও রকম রাজনৈতিক প্রতিবাদ তাঁদের আচরণে ধরা পড়ে, তবে দেশে তাঁদের পরিবার বিপদে পড়বে বলে হুঁশিয়ারী।

#কাতার: হিজাব বিরোধী আন্দোলনে বর্তমানে উত্তপ্ত গোটা ইরান। মৃত্যুভয়কে উপেক্ষা করে সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছে এক বড় অংশের মানুষ। সেই আন্দোলনের সমর্থনে সামিল হয় ইরানের ফুটবলাররা। আর সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশ্বকাপের মঞ্চকেই তারা বেছে নেয়। ২১ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেস জাতীয় সঙ্গীতের সময় নীরব থেকে প্রতিবাদ জানান।
এই বিষয়টি ভালোভাব নেয়নি ইরানের সরকার।এরপরব ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পসের তরফ থেকে ফুটবলারদের জানিয়ে দেওয়া দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে খেলতে নেমে তারা যদি জাকীয় সঙ্গীতে গলা না মেলান তাহলে বিপদে পড়তে পারে তাদের পরিবার। ওয়েলস ম্যাচে জাতীয় সঙ্গীত গান ইরানের ফুটবলাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬-২ গোলে হারার পর ওয়েলসের বিরুদ্ধে ২-০ গোলে ম্যাচত জিতে বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশাও জিইয়ে রেখেছে ইরান।
advertisement
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার হাতছানি। এমন পরিস্থিতিতে দেশের সরকার জাতীয় দলকে উজ্জীবিত করার বার্তা দিয়ে থাকে। কিন্তু ইরানের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তেহরান শাসনের বিরুদ্ধে কোনও রকম রাজনৈতিক প্রতিবাদ তাঁদের আচরণে ধরা পড়ে, তবে দেশে তাঁদের পরিবার বিপদে পড়বে। জাতীয় সঙ্গীতের সময় যাতে প্রথম ম্যাচের পুনরাবৃত্তি না হয় সেটাও বলা হয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, আমেরিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠে ইরানের ফুটবলারদের আচরণের উপর নজর রাখবে সরকার। সরকার-বিরোধী আচরণ দেখলেই ফুটবলারদের পরিবারের উপর শুরু হবে অত্যাচার। তবে যাবতীয় হুমকিকে উপেক্ষা করেই ইরান ফুটবল দলের লক্ষ্য বিশ্বমঞ্চে নয়া ইতিহাস তৈরি করার। আমেরিকাক হারাতে পারলেও শেষ ষোলোর টিকিট পাকা হয়ে যাবে। ফলে সেটাই এখন পাখির চোখ ইরান ফুটবল দলের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্রতিবাদ করলেই পরিবাররের উপর অত্যাচার, ইরান ফুটবল দলকে ফতোয়া সরকারের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement