বয়স ৬৮! তাতে কী! নীল পাঞ্জাবিতে শ্বশুরবাড়িতে বিখ্যাত ক্রিকেটার! জামাইষষ্ঠী জমজমাট
- Written by: ERON ROY BURMAN
- Published by:Suman Majumder
Last Updated:
Arun Lal Jamaisasthi 2024: স্ত্রী বুলবুল সাহার সাথে জামাইষষ্ঠীর অনুষ্ঠানে দেখা গেল অরুণ লালকে। মিষ্টিমুখ থেকে চুটিয়ে খাওয়া দাওয়া। সব অনুষ্ঠানে হাসিমুখে অরুণ লাল। সোশ্যাল মিডিয়ায় লালজির স্ত্রী বুলবুল ছবি পোস্ট করেন জামাইষষ্ঠীর।
কলকাতা: বয়স কোনও ফ্যাক্টর নয়। আসলে বয়স তো হয় মনের। তা সে খেলার মাঠে হোক, বা জামাইষষ্ঠীতে। আর সেটা যদি হয় ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা অরুণলালের জামাই ষষ্ঠী, তা হলে তো কথাই নেই।
৬৮ বছর বয়সেও এভারগ্রিন লালজি। বুধবার জামাইষষ্ঠীতে চুটিয়ে আনন্দ করলেন অরুণলাল। স্ত্রী বুলবুল সাহার সাথে জামাইষষ্ঠীর অনুষ্ঠানে দেখা গেল অরুণ লালকে।
মিষ্টিমুখ থেকে চুটিয়ে খাওয়া দাওয়া। সব অনুষ্ঠানে হাসিমুখে অরুণ লাল। সোশ্যাল মিডিয়ায় লালজির স্ত্রী বুলবুল ছবি পোস্ট করেন জামাইষষ্ঠীর। সেখানে দেখা যায়, অরুণ লালকে তাঁর শ্বশুরবাড়ি তরফ থেকে আশীর্বাদ করছেন শাশুড়ি শ্বশুর।
advertisement
advertisement
আরও পড়ুন- বিশ্বমানের খেলায় বাংলার আম্পায়ার!উইম্বলডনে আম্পায়ারিং,লন্ডন যাচ্ছেন জেলার ২জন
রুপোর থালায় পাঁচ রকম ভাজা থেকে শুরু করে মাছ মাংস সব সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল। নীল রঙের নকশা করা পাঞ্জাবিতে জামাইষষ্ঠী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অরুণ লাল।
হাসিমুখে সব অনুষ্ঠান পালন করতে দেখা যায় অরুণ লালকে। স্ত্রীকে সঙ্গে নিয়ে শশুর শাশুড়ির সঙ্গে ছবিও তোলেন অরুণলাল। ২০২২ সালে স্কুল শিক্ষিকা বুলবুল সাহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলার প্রাক্তন ক্রিকেটার ও কোচ।
advertisement
অরুন লালের এটা তৃতীয় জামাই ষষ্ঠী। ক্যান্সারকে হার মানিয়ে জীবন যুদ্ধে দুরন্ত কামব্যাক করেছেন অরুণ লাল। বাংলা সিনিয়র দলের কোচিং-এর দায়িত্ব পালন করেন।
লালজির কোচিংয়ে বাংলা ফাইনাল খেলে ২০১৯-২০ মরসুমে। সেই সময় প্রেমে পড়েন অরুণলাল। দীর্ঘদিনের বন্ধু বুলবুলকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সংবাদ শিরোনামে উঠে আসে অরুণ লালের বিয়ের খবর।
advertisement
অরুণলালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ। তাঁর চিকিৎসা এবং দেখাশোনার যাবতীয় ভার বহন করেন অরুণলাল নিজেই। দ্বিতীয়বার বিয়ে করার আগে প্রথম স্ত্রী রীনার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন অরুণলাল৷
আরও পড়ুন- কবে ফিরবেন রানে! টি-২০ বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন বিরাট কোহলি
বুলবুল সাহাকে বিয়ে করার আগেই রীনা ও অরুণের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগেই। তবে রীনা অসুস্থ ছিলেন যখন, তখন অরুণ তাঁর যত্ন নিচ্ছিলেন। বুলবুলের সঙ্গে বিয়ের পর দুজনেই একসঙ্গে রীনার দেখাশোনা করেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jun 13, 2024 4:05 PM IST









