Bengali In Wimbledon: বিশ্বমানের টেনিসে বাঙালি আম্পায়ার! উইম্বলডনে আম্পায়ারিং-এর জন্য লন্ডন যাচ্ছেন শ্রীরামপুরের ২ বাঙালি

Last Updated:

সেই খেলা পরিচালনা করার মতন গুরু দায়িত্বের কাজ করতে এইবার লন্ডন পাড়ি দিচ্ছেন শ্রীরামপুরের দুই আম্পেয়ার সৈকত ও সোমনাথ।

+
দুই

দুই বাঙালি আম্পায়ার সৈকত রায় ও সোমনাথ মান্না

হুগলি: উইম্বলডন চ্যাম্পিয়নশিপে আম্পায়ারিং করানোর জন্য লন্ডন পাড়ি দিচ্ছেন হুগলির শ্রীরামপুরের দুই ব্যাক্তি। আগামী কুড়ি তারিখ তাঁরা পাড়ি দিচ্ছেন লন্ডনের উদ্দেশে। সেখানেই লাইন আম্পায়ার হিসেবে খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন হুগলির শ্রীরামপুরের ২ আম্পায়ার সৈকত রায় ও সোমনাথ মান্না।
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ক্রীড়া প্রেমী মানুষদের কাছে অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা। যেখানে সারা বিশ্বের তাবড় টেনিস প্লেয়াররা প্রতিদ্বন্দ্বিতা করেন। রাফায়েল নাদাল, পিট সাম্প্রাস, ইভান ল্যান্ডল, বরিস বেকার, রজার ফেদেরার, নোভাক জকোভিচ, ভেনাস উইলিয়ামস, সেরেনা উইলিয়ামস, এর মতন নামজাদা লন টেনিস প্লেয়ার দের লক্ষ্য থাকে উইম্বলডন মতন গ্র্যান্ড স্ল্যাম জেতার। সেই খেলা পরিচালনা করার মতন গুরু দায়িত্বের কাজ করতে এইবার লন্ডন পাড়ি দিচ্ছেন শ্রীরামপুরের দুই আম্পেয়ার সৈকত ও সোমনাথ।
advertisement
advertisement
advertisement
দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে এই প্রতিযোগিতায় আম্পায়ারিং করিয়ে আসছেন সৈকত রায়। হুগলির শ্রীরামপুরের মাসির বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা সৈকত বাবু। প্রথম জীবনে হাত খরচ চালানোর জন্য লন টেনিস এর প্রতিযোগিতায় আম্পায়ারিং করা শুরু করেন। ১৯৯৮ তে কলকাতায় উইম্বলডন এর মূল রেফারি মিস্টার জেরী আমস্ট্রং এসেছিলেন এক প্রতিযোগিতামূলক কাজে। সেখানে সৈকত বাবুর সঙ্গে তার আলাপ। সেই থেকেই মিস্টার আমস্ট্রং অনুপ্রেরণা যোগান তাদের যাতে তারা এই আম্পায়ারিং বিষয়টিকেই প্রফেশন হিসেবে বেছে নেয়। এরপর থেকে বছর দশেক পেরিয়ে যাওয়ার পর হঠাৎই একদিন ডাক আসে লন্ডনে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে যোগদান দেওয়ার জন্য। সেই ২০১০ সালের শুরু তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সৈকত রায়কে। একের পর এক গ্র্যান্ড স্ল্যাম টেনিস চ্যাম্পিয়নশিপের আম্পেয়ারিং করিয়ে আসছেন সৈকত রায়।
advertisement
একই সঙ্গে ২০১১ সাল থেকে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে সুযোগ পেয়েছেন শ্রীরামপুর নগার বাসিন্দা সোমনাথ মান্না। তিনিও এই বছর ২০ তারিখ রওনা দেবেন লন্ডনের উদ্দেশে। বাংলার এই দুই আম্পায়ারের কৃতিত্বে গর্বিত সমস্ত বাঙালি। এই বছর উইম্বলডন শুরু হবে জুলাই মাসের ১ তারিখ থেকে সেখানে গোটা বিশ্বের নামজাদা লন টেনিস প্রতিযোগীদের খেলার আম্পেয়ারিং এর দায়িত্বে থাকবেন শ্রীরামপুরের সৈকত ও সোমনাথ দুই বাঙালি আম্পায়ার।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali In Wimbledon: বিশ্বমানের টেনিসে বাঙালি আম্পায়ার! উইম্বলডনে আম্পায়ারিং-এর জন্য লন্ডন যাচ্ছেন শ্রীরামপুরের ২ বাঙালি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement