Cricketer Ban: হঠাৎ করেই নির্বাসিত তারকা এই ক্রিকেটার, কারণও জানাল না বোর্ড

Last Updated:

Cricketer Ban: ৩১ বছরের জেসন রয় আগামী ২ টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না৷

English cricketer jason roy ban of 2 matches by ECB- Photo Courtesy- (Instagram/JasonRoy)
English cricketer jason roy ban of 2 matches by ECB- Photo Courtesy- (Instagram/JasonRoy)
#লন্ডন:  ইংল্যান্ডের ক্রিকেটার জেসন রয়কে (Jason Roy) খেলার ভাবনাকে আঘাত পৌঁছনোর কারণ দেখিয়ে দুই ম্যাচের নির্বাসনের (Cricketers Suspended) শাস্তি দিল বোর্ড৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB)  এই শাস্তি অনুযায়ি আগামী দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জেসন রয়৷ তবে ঠিক কি কারণে  নির্বাসনের (Cricketers Suspended) শাস্তি  জেসন রয়কে দেওয়া হল তার কারণ খোলসা করেনি ইসিবি৷ ইসিবি শুধুমাত্র জানিয়েছে জেসন রয় স্বীকার করেছেন তাঁর আচরণ ক্রিকেটের জন্য হিতকর নয়৷ এতে তাঁর নিজের ইমেজ এবং ইসিবি-র জন্য ক্ষতিকারক হয়েছে৷
৩১ বছরের জেসন রয় আগামী ২ টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না৷ কিন্তু ভাল ব্যবহারের কারণে এই শাস্তি ১২মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর ওপর ২৫০০ পাউন্ডের জরিমানাও ধার্য করা হয়েছে৷ ২০১৪ সালে  আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেক ঘটানো জেসন রয় ৫ টি টেস্ট ম্যাচ, ৯৮ টি একদিনের ম্যাচ, ৫৮ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ টেস্টে তাঁর মোট রান ১৮৭ রান, ওয়ানডে তে ৩৬৫৮ রান, টি টোয়েন্টিতে ১৪৪৬ রান রয়েছে৷ ওয়ানডে তে তাঁর নামে ৯ টি শতরান রয়েছে৷
advertisement
advertisement
জেসন রয় সব সবেই জানিয়েছেন আইপিএল ২০২২ (IPL 2022) সালের মরশুমে খেলবেননা৷ তাঁর এই সিদ্ধান্তের কারণ লাগাতার বায়ো বাবলে থাকা৷ তাঁকে গুজরাত টাইটান্স  (Gujarat Titans) আইপিএল মেগা নিলামের মঞ্চ থেকে কিনেছিল৷ কিন্তু তিনি আইপিএল ২০২২ (IPL 2022) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় তাঁর জায়গায় আফগানিস্তানের আক্রমণাত্মক ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে শামিল করা হয়েছে গুজরাত দলে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cricketer Ban: হঠাৎ করেই নির্বাসিত তারকা এই ক্রিকেটার, কারণও জানাল না বোর্ড
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement