ICC Women’s World Cup 2022: বাউন্ডারির ধারে উড়ে গিয়ে এক হাতে ধরলেন ক্যাচ, ভাইরাল ভিডিও

Last Updated:

আইসিসি মহিলা বিশ্বকাপে (ICC Women’s World Cup 2022) অস্ট্রেলিয়া নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে৷ দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)

women's world cup 2022- watch viral video
women's world cup 2022- watch viral video
#ওয়েলিংটন: আইসিসি মহিলা বিশ্বকাপে  (ICC Women’s World Cup 2022) অস্ট্রেলিয়া নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে৷ মেগ ল্যানিংয়ের  (Meg Lanning) অধিনায়কত্বে দল ওয়েলিংটনে খেলা বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে জেতে৷ অস্ট্রেলিয়ার এবারের মহিলা বিশ্বকাপে এটা ছ নম্বর জয়৷ লিগ ম্যাচে একটাও হারেনি আর সেমিফাইনালের টিকিট কেটেছে তারা৷ এই খেলায় অ্যাসাই গার্ডেনর (Ashleigh Gardner) এক হাতে এমন ক্যাচ ধরেন যাকে গোটা ক্রিকেট দুনিয়া সেলাম করছে৷ আর সেই ক্যাচের ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দক্ষিণ আফ্রিকা দারুণ খেলে ৫ উইকেটে ২৭১ রান করে৷ আর অস্ট্রেলিয়া ৪৫.২ ওভারে মাত্র ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ অধিনায়ক মেগ লৈনিগ ১৩৫ রান করে৷ আর তিনি নট আউট ছিলেন৷ দক্ষিণ আফ্রিকার ওপেনার লৌরা ৯০ রান করেন৷  তিনি অল্পের জন্য শতরান হাতছাড়া করেন৷ এরমধ্যেই মিগ্রন ডু প্রিজের ক্যাচ নেন অ্যাশলে গার্ডনর এক হাতে এক অবিশ্বাস্য ক্যাচ ধরেন৷ তাঁর এই ক্যাচের ভিডিও - সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)  হয়েছে৷
advertisement
দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৪৬ তম ওভারে এই ঘটনা ঘটে৷ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জোনসেন বল করছিলেন৷ মিগ্রন ডু প্রিজ নিজের বল ডিপ মিড উইকেটে ওপর দিয়ে শট মারার চেষ্টা করেন৷ বাউন্ডারি প্রায় পেরিয়েই যাচ্ছিল এমন অবস্থায় উড়ন্ত এক হাতে ক্যাচ ধরেন অস্ট্রেলিয়ায় অ্যাশলে গার্ডন৷
advertisement
দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৪৬ তম ওভারে এই ঘটনা ঘটে৷ অবিশ্বাস্য এই ক্যাচের ভিডিও এখন ভাইরাল৷ আর সব ক্রিকেটপ্রেমীই মজেছেন এই ভাইরাল ভিডিও দেখায়৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC Women’s World Cup 2022: বাউন্ডারির ধারে উড়ে গিয়ে এক হাতে ধরলেন ক্যাচ, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement