Man proposes girlfriend during Ashes : অ্যাশেজ চলাকালীন অস্ট্রেলিয়ান বান্ধবীকে মাঠেই প্রপোজ করলেন ইংলিশ যুবক !
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
England cricket fan proposes to Australian girlfriend during Ashes. মুঝসে শাদি কারোগি ? অ্যাশেজে মাঠে প্রেমের দৃশ্য, মন ভোলানো প্রেমের দৃশ্য অ্যাশেজের মাঠে
#ব্রিসবেন: গত বছর মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ চলার সময় দেখা গিয়েছিল এমন একটা দৃশ্য। ভারতীয় যুবক টিম ইন্ডিয়ার জার্সি পড়ে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করছেন অস্ট্রেলিয়ান তরুণীকে। দীপেন মন্দালিয় নামের ওই যুবক সেদিন বিয়ে করেছিলেন অস্ট্রেলিয়ান মহিলা রসিলি উইম্বুসকে। এবারও সেই অস্ট্রেলিয়ার ক্রিকেট মাঠ। মেলবোর্নের জায়গায় ব্রিসবেন। এমসিজির পরিবর্তে গাবা।
মাঠের মধ্যে ব্যাট এবং বলের তীব্র সংঘর্ষ চলছে। ছেলেটির নাম রব হেল। মেয়েটির নাম নাটালি (English fan proposes Aussie girlfriend during Ashes)। ছেলেটি ইংল্যান্ডের সমর্থক, মেয়েটি অস্ট্রেলিয়ার। দুজনেরই ক্রিকেট পছন্দ। তাই বলে প্রেম! অ্যাশেজে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, তখন অন্তত দুজনের মধ্যে দূরত্ব তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। ভুল। প্রেম মানে না কোনো বাধা।
advertisement
advertisement
ব্রিসবেনের গ্যাবায় (Gabba in Brisbane) আজ অ্যাশেজ সিরিজে প্রথম টেস্টের তৃতীয় দিন সকালে রব ও নাটালি মিলে এ কথাই প্রমাণ করলেন। গ্যালারিতে দুজন পাশাপাশিই বসেছিলেন। রব (Rob Hale) ইংল্যান্ডের সমর্থকগোষ্ঠী বার্মি আর্মির (Barmy Army) সদস্য। ওদিকে নাটালি পরে এসেছিলেন অস্ট্রেলিয়ার জার্সি। হুট করেই নাটালির সঙ্গে একটু মজা করে বসেন রব। তাঁকে জায়ান্ট স্ক্রিনে কিছু একটা দেখান।
advertisement
নাটালি (Natalie) উঠে দাঁড়িয়ে সেদিকে তাকানোর সঙ্গে সঙ্গে আসল কাজটা করে বসেন রব। নাটালির পাশেই হাঁটু গেড়ে বসে আংটি বের করেন। রব এরপর বলেন, ‘আমি খুব দ্রুত এ মধুর কাজটা শেষ করব। কারণ, অনেক লোক দেখছে। তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর চার বছর কেটে গেছে। আমার জীবনের সেরা চার বছর। আমায় বিয়ে করবে?’
advertisement
টিভি ক্যামেরার লোকজন আরেক কাঠি সরেস। আবেগমথিত রোমান্টিক মুহূর্তটি তাঁরা ক্যামেরায় ধারণ করেন। নাটালি আর দেরি করেননি। মাথা ঝুঁকিয়ে সম্মতি জানানোর পর চুমু খান রবকে। আশপাশে যত দর্শক ছিলেন, সবাই করতালিতে এ জুটিকে সিক্ত করেন। নাটালি সম্মতি জানানোর পর তাঁকে কোলে তুলে নেন রব। এরপর প্রেমিকার হাতে আংটিটি পরিয়ে দেন।<
advertisement
Propose during match: English man proposes to Australian girlfriend during first test of Ashes at the Gabba video goes viral Watch: https://t.co/5eXauD9fGf
— Mcezone (@Mcezone) December 10, 2021
চ্যানেল সেভেনের (Channel 7) ধারাভাষ্যকার জেমস ব্রাইশ এ সময় অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি ও ধারাভাষ্যকার বিল ররির কথা ‘নকল’ করে এ জুটিকে অভিনন্দন জানান, ‘গ্যাবায় তৃতীয় দিনে কোনো কিছু ঘটার বাকি নেই। ওদিকে দেখুন। রব বার্মি আর্মি। নাটালি নিশ্চিতভাবেই অজি। অসাধারণ।’ সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি আলোচনার জন্ম দিয়েছে।
advertisement
এক নারী ক্রিকেটভক্তের টুইট, ‘কারও কাছ থেকে এভাবে প্রস্তাব পাওয়ার স্বপ্ন দেখি।’ গ্যাবায় মাঠের লড়াইয়ে আপাতত নাটালিের দল অস্ট্রেলিয়া কিছুটা ভালো অবস্থানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হওয়ার পর আজ তৃতীয় দিনে ৪২৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড অবশ্য ঘুরে দাঁড়িয়েছে অধিনায়ক রুট এবং ডেভিড মালানের ব্যাটে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2021 3:43 PM IST