Virat and Anushka: অনুষ্কা-র ‘ননদিনী কি রায়বাঘিনী!’ ছবিতেই মিলল প্রমাণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ইনস্টাগ্রাম স্টোরিকে বৃহস্পতিবার এমন এক কাজ করলেন যাতে ননদের (Anushka Sharma Sister in law) সঙ্গে তাঁদের কীরকম সম্পর্ক তা বলে দিলেন৷ বিরাট ও অনুষ্কার (Virat and Anushka) নিজেদের ভালোবাসা জবরদস্ত বলেই কি বাড়ির বাকিদের সঙ্গেও তাই হবে৷
#কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) (Virat Kohli) একেবারে একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ৷ শ্বশুরবাড়ির সঙ্গেও তাঁর সম্পর্কও বেশ ভালো৷ বিরাট কোহলির বাবা মারা গেলেও অনুষ্কার শাশুড়ি আছে, আছেন ননদরাও৷ বিরাট কোহলির এক বোন ভাবনা কোহলি ধিংড়া (Bhawna Kohli) ৷ ইনস্টাগ্রাম স্টোরিকে বৃহস্পতিবার এমন এক কাজ করলেন যাতে ননদের (Anushka Sharma Sister in law) সঙ্গে তাঁদের কীরকম সম্পর্ক তা বলে দিলেন৷ বিরাট ও অনুষ্কার (Virat and Anushka) নিজেদের ভালোবাসা জবরদস্ত বলেই কি বাড়ির বাকিদের সঙ্গেও তাই হবে৷
advertisement
বিরাট কোহলির বোন ভাবনা কোহলি (Bhawna Kohli) তাঁর বৌদিকে পাঠিয়েছেন একটা উপহার৷ একেবার ট্র্যাডিশানাল ঝুমকো পাঠিয়েছেন তাঁর বৌদির জন্য৷ সবুজ ও সাদা রঙের এই দুল একেবারে দারুণ৷ অনুষ্কা লিখেছেন দিস আর বিউটিফুল- অর্থাৎ এগুলো খুব সুন্দর৷ ভাবনা আসলে নতুন ব্যবসা করেছেন ‘Abane House of Artistry’- নামে৷ বিরাট ও অনুষ্কা (Virat and Anushka) তাঁদের কাছের মানুষের এই প্রজেক্টকে নিয়ে উচ্ছ্বসিত৷
advertisement
advertisement
এ বছরের শুরুতেই ভামিকার জন্মের পর নেটিজেনদের সঙ্গে একটি মজার খেলা খেলেছিলেন ভাবনা৷ ভাবনা প্রস্তাব দিয়েছিলেন তাঁকে যে কেউ যা খুশি জিজ্ঞাসা করতে পারেন৷ তখন সকলে তাঁকে জিজ্ঞাসা করেন ভামিকাকে কেমন দেখতে৷ অনুষ্কার ননদ ও বিরাটের বোন ভাবনা কোহলি (Bhawna Kohli) বলেছিলেন তিনি বলেছিলেন তিনি ছোট্ট পরীকে দেখেছেন, কিন্তু বিরাট-অনুষ্কা (Virat and Anushka) যেহেতু চায় না তাই তিনিও তাঁদের সিদ্ধান্তকে সম্মান দিয়ে সেই বিষয়ে কোনও মন্তব্য করবেন না৷