India vs New Zealand: ইডেন ম্যাচের জন্য টিকিটের চাহিদার তুঙ্গে ! ক্লাব হাউজে ১০০% দর্শক প্রবেশের অনুমতি চেয়ে রাজ্য সরকারের দ্বারস্থ সিএবি

Last Updated:

Eden Gardens Match Ticket for IND vs NZ T20: দু’বছর পর ইডেনে ফিরতে চলেছে আন্তর্জাতিক ম্যাচ। ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে তাই উন্মাদনা তুঙ্গে। টিকিটের চাহিদাও আকাশছোঁয়া।

File Photo
File Photo
কলকাতা: দীর্ঘ দু’বছর পর ক্রিকেটের নন্দনকানন ইডেনে ফিরতে চলেছে আন্তর্জাতিক ম্যাচ। ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে তাই উন্মাদনা তুঙ্গে। টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিটের জন্য হাহাকার (Eden Gardens)।
রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী রবিবার ম্যাচের জন্য ৭০% দর্শক প্রবেশের অনুমতি পেয়েছে সিএবি। ৩০% দর্শক কমে যাওয়ায় অনেকটা টিকিট কমে গিয়েছে। আসন সংখ্যা কমলেও সিএবির লাইফ মেম্বারশিপ এবং ক্লাবগুলির কোটার টিকিটের পরিমাণ কমেনি। সেখানে কোটার ১০০% টিকিটই বন্টন করতে হচ্ছে। ফলে সাধারণ দর্শকের জন্য টিকিট নেই বললেই চলে।
advertisement
advertisement
অনলাইনে সামান্য কিছু টিকিট বিক্রির জন্য দেওয়া হলেও তা নিমেষের মধ্যে শেষ। সিএবি কর্তারা সবথেকে বেশি বিপাকে পড়েছেন ক্লাব হাউজের টিকিটের জোগান নিয়ে। মিডল এবং আপার টায়ার নিয়ে ক্লাব হাউজে মোট ৩২০০ আসন রয়েছে। ৭০% দর্শক হওয়ার কারণে তা কমে দাঁড়িয়েছে ২১০০ আসনে। আসন সংখ্যা কমে আসায় বিক্রির জন্য তো দূরঅস্ত, বিজ্ঞাপনদাতা-সহ বিভিন্ন কোটার টিকিটের সংখ্যা পূরণ করতে হিমশিম খাচ্ছেন সিএবি কর্তারা।
advertisement
সূত্রের খবর, টিকিট বন্টনের সমস্যা সমাধান না করতে পেরে রীতিমতো নবান্নের দ্বারস্থ হয়েছেন তারা। শুধুমাত্র ক্লাব হাউজে ৭০% থেকে বাড়িয়ে ১০০% দর্শক প্রবেশের অনুমতি চেয়ে আবেদন করেছেন কর্তারা। মঙ্গলবার নবান্নে গিয়ে সিএস-এর সঙ্গে বৈঠক করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বিষয়টি খতিয়ে দেখার ব্যাপারে আশ্বাস দেওয়া হলেও এখনও সরকারিভাবে কোনও সম্মতি জানানো হয়নি বলেই খবর।
advertisement
সিএবি কর্তারা আশাবাদী, ক্লাব হাউজের ক্ষেত্রে ১০০% দর্শক প্রবেশের অনুমতি মিললে টিকিটের কিছুটা চাহিদা মেটানো সম্ভব হবে। এদিকে আগামী রবিবার ম্যাচ ঘিরে এক ঝাঁক পরিকল্পনা করেছে সিএবি। লেজার লাইটের মাধ্যমে আলোর প্রদর্শনী থাকছে ইডেনের মূল গেটে এবং মাঠের ভিতর চারটি ব্লকে। শ্রীভূমিতে দুর্গ পুজোর সময় বুর্জ খালিফা প্যান্ডেলে যারা আলোকসজ্জা করেছিলেন, তারাই ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচের লাইটিংয়ের দায়িত্বে থাকছেন।
advertisement
আগামী রবিবার ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ইতিমধ্যেই গ্যালারি মেরামত থেকে রংয়ের কাজ সম্পূর্ণ। দর্শকাসনে তিনটি চেয়ারের পর একটি করে সিট ছাড়া হচ্ছে যেখানে কেউ বসতে পারবেন না। ক্রস চিহ্ন দিয়ে আসনটি মার্ক করা থাকবে।
advertisement
এদিকে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকা দুই দলের ক্রিকেটারদের হোটেল থেকে ইডেনে প্রবেশ করানোর জন্য বিশেষ গ্রিন করিডরের ব্যবস্থা করছে সিএবি ৷ ক্রিকেটারদের আশপাশে কোনও ব্যক্তি যাতে ঘেঁষতে না পারেন। বায়ো বাবল যাতে নষ্ট না হয়, সেই দিকে লক্ষ্য রাখা হবে প্রতি মুহূর্ত। সব মিলিয়ে সিএবিতে এখন মহা যজ্ঞের আয়োজন। ম্যাচের দিন যত এগোচ্ছে উন্মাদনা ততই বাড়ছে। আর পাল্লা দিয়ে বাড়ছে টিকিটের চাহিদা।
advertisement
ঈরণ রায় বর্মন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs New Zealand: ইডেন ম্যাচের জন্য টিকিটের চাহিদার তুঙ্গে ! ক্লাব হাউজে ১০০% দর্শক প্রবেশের অনুমতি চেয়ে রাজ্য সরকারের দ্বারস্থ সিএবি
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement