Jalpaiguri News:বড়দিন উপলক্ষে গরুমারা চাপামারি জঙ্গলের রাস্তায় কড়া নজরদারি, সেলফি ও রিল নিষিদ্ধ!
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
রাত পোহালেই বড়দিন। উৎসবের মরশুমে পর্যটকদের ভিড় বাড়ার কথা মাথায় রেখে গরুমারা ও চাপামারি সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন জঙ্গলে কড়া সতর্কতা জারি করল বন দফতর। গরুমারা–চাপামারি জঙ্গল হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পাহাড় ও সমতলের সঙ্গে সংযোগ রেখেছে। এই সমস্ত জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলা বা রিল বানানো সম্পূর্ণ নিষিদ্ধ!
advertisement
advertisement
প্রসঙ্গত, গরুমারা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া ৩১ নম্বর জাতীয় সড়কসহ একাধিক রাস্তায় মাঝেমধ্যেই হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায়। বিশেষ করে হাতির করিডর এলাকায় রাস্তার উপরেই অনেক সময় হাতির দল দাঁড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পর্যটক বা স্থানীয় বাসিন্দারা রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলা কিংবা রিল বানানোর চেষ্টা করলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণেই বড়দিন ও নববর্ষের আগে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
advertisement
গরুমারা সাউথ রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস জানান, বড়দিন উপলক্ষে জঙ্গলে টহলদারির পরিমাণ বাড়ানো হবে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় কড়া নজরদারি থাকবে। কেউ যদি জঙ্গলের আইন অমান্য করে সেলফি বা রিল বানাতে গিয়ে ঝুঁকিপূর্ণ আচরণ করে, তাহলে বন দফতর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।
advertisement









