Gavaskar on U19 auction: মাথা ঘুরিয়ে দিতে পারে কোটি কোটি টাকা! অনূর্ধ্ব উনিশ ক্রিকেটারদের নিয়ে চিন্তায় গাভাসকার

Last Updated:

Sunil Gavaskar wary of U19 cricketers IPL auction huge money. আইপিএল নিলামে অনূর্ধ্ব উনিশ ক্রিকেটারদের নিয়ে সংশয় সুনীল গাভাসকার

আইপিএল নিলামে অনূর্ধ্ব উনিশ ক্রিকেটারদের নিয়ে সংশয় গাভাসকার
আইপিএল নিলামে অনূর্ধ্ব উনিশ ক্রিকেটারদের নিয়ে সংশয় গাভাসকার
বিলাসবহুল জীবনযাত্রা হিতে বিপরীত হয়ে গেছিল সবারই। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে চূড়ান্ত সফলতার পর এই তরুণ ক্রিকেটাররা বিক্রিত হবেন আইপিএলের নিলামে। কোটি কোটি টাকায় এক একজনের দর হাকবে ফ্র্যাঞ্চাইজিরা। কোটি টাকা দেখে এই তরুণ প্রতিভাদের মাথা না ঘুরে যায়, ভয় পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার।
advertisement
advertisement
তিনি মনে করছেন অনূর্ধ্ব ১৯ প্লেয়ারদের দর নির্দিষ্ট করে দেওয়া উচিত।আগামী ১২-১৩ ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে আইপিএলের মেগা অকশন। ২০২২ আইপিএলের নিলামে অংশগ্রহণ করেছেন ৫৯০ জন প্লেয়ার এবং ১০টি ফ্র্যাঞ্চাইজি যাদের মধ্যে রয়েছে নতুন দুটি দল, লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটানস। প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকার বললেন, আসন্ন আইপিএলের নিলামে অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা চোখের পলকে কোটিপতি হয়ে যেতে পারে।
advertisement
বহু বছর ধরে দেখা গেছে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ভাল প্রদর্শন করা মানেই এরকম নয় যে তারা আইপিএল অথবা আন্তর্জাতিক ক্রিকেটে ভাল খেলবে। তিনি মনে করছেন আইপিএলে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের দর ১ কোটি টাকার মধ্যে বেধে দেওয়া দরকার, যাতে এত বড় অঙ্কের টাকা দেখে তারা ভেসে না যায়। গাভাসকার আরো বললেন, অসংখ্য এরকম তরুণ ক্রিকেটারের একসাথে এত টাকা দেখে মাথা ঘুরে যেতে দেখেছেন তিনি।
advertisement
তারা লক্ষ্যচ্যুত হয়ে যায় এবং বিলাসিতার দিকে ঝাঁপিয়ে পরে। তাই আনক্যাপ প্লেয়ারদের ওপর এক কোটি টাকার সীমারেখা টেনে দেওয়া উচিত, তাদের এর থেকে বেশি টাকা উপার্জন করতে পরিশ্রম করতে হবে। এরকম সহজে আয় করা টাকা অনেক প্রতিভা নষ্ট করে দেয়, এর জন্য কর্মকর্তাদের উচিত এরকম একটি বিধিনিষেধ টেনে দেওয়া যাতে এই নতুন প্লেয়াররা লক্ষ্যভ্রষ্ট না হয়।
advertisement
আরো অর্থ উপার্জনের জন্য আরো পরিশ্রম করার দরকার পড়ে তাদের। আগেকার দিনের প্লেয়াররা যে ভূলটা করত সেই ভূল যেন এই তরুণরা না করে, বছরের পর বছর দক্ষতা দেখিয়ে যায়। তাই ইয়াশ ধুল, রাজ বাওয়া, হারনুর সিং অথবা রাজবর্ধন হাঙ্গরগেকরদের বুঝে-শুনে মূল্য দিতে হবে মনে করেন
গাভাসকার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gavaskar on U19 auction: মাথা ঘুরিয়ে দিতে পারে কোটি কোটি টাকা! অনূর্ধ্ব উনিশ ক্রিকেটারদের নিয়ে চিন্তায় গাভাসকার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement