Cristiano Ronaldo Instagram : ৪০ কোটি মানুষ রোনাল্ডোকে ফলো করেন ইনস্টাগ্রামে! অনেক পেছনে মেসি, নেইমার

Last Updated:

Cristiano Ronaldo becomes first person to get 400 million followers on Instagram. ভক্ত সংখ্যা ৪০ কোটি! ইনস্টাগ্রামে রোনাল্ডোর ধরে পাশে নেই কেউ

জর্জিনার সঙ্গে রোনাল্ডোর ছবি সুপারহিট সোশ্যাল মিডিয়ায়
জর্জিনার সঙ্গে রোনাল্ডোর ছবি সুপারহিট সোশ্যাল মিডিয়ায়
#লন্ডন: শুধু ফুটবল আইকন হিসেবে তাকে দেখা বোধহয় ঠিক নয়। তিনি একজন গ্লোবাল আইকন। অনেকে তাকে নিজেদের ঘরের ছেলে মনে করেন। কেউ বা লড়াই এর প্রতীক হিসেবে দেখেন। তার হার না মানা মানসিকতা অনেকের জীবনের শিক্ষা। তিনি অনেকের বেঁচে থাকার অক্সিজেন'। রাত জেগে ফুটবল দেখার নেশা। ফুটবল মাঠে তার পেশাদার জীবনের বাইরেও, ক্যাসানোভা জীবন নিয়ে মানুষের জানার ইচ্ছে কম নয়।
ফুটবল মাঠে তাঁর দাপট দেখানোর অভ্য়াস এখনও অব্যাহত। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সমান ভাবে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার একেবারে শিখর ছুঁয়ে ফেললেন। ঠিক ধরেছেন। কথা হচ্ছে এক এবং একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তথ্য বলছে, সোশ্যাল মিডিয়াতে তাঁর অনুগামীর সংখ্যা বর্তমানে গোটা বিশ্বে সবচেয়ে বেশি। যা এককথায় অবাক করার মতো।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ সিআর সেভেন। ফলে তাঁর ফলোয়ারের সংখ্যাও নিয়মিত বাড়ে। যা একেবারে চারশো মিলিয়নের গণ্ডি পার করে ফেলল। যদি ভাবেন, একাধিক সোশ্যাল প্ল্যাটফর্ম মিলিয়ে এই সংখ্যাটা হয়েছে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। শুধুমাত্র ইনস্টাগ্রামেই অনুরাগীদের এতখানি ভালবাসা পেয়েছেন তিনি। বর্তমানে ইনস্টাগ্রামে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকার ফলোয়ারের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৪০ কোটিতে।
advertisement
কাইলি জেনারকেও তিনি পিছনে ফেলে দিয়েছেন সিআর সেভেন। বিশ্বে এই রেকর্ড আর কারও নেই। ঠিক যেমন মাঠে একাধিক অনন্য রেকর্ডের মালিক কেবল তিনিই। জনপ্রিয়তার নিরিখে তাঁর মাঠের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ফলোয়ার বর্তমানে রয়েছে ৩০৬ মিলিয়ন অর্থাৎ ৩০ কোটি ৬ লক্ষের আশপাশে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন তারকা।
advertisement
ম্যান ইউ-তে যোগ দিয়ে যেন আরও বেশি ভালবাসা পেয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার। রোনাল্ডো ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত পোস্ট করেছেন ৩২৪২টি। মজার ঘটনা হল, অনুগামীর সংখ্যা যাই হোক না কেন, স্বয়ং রোনাল্ডো মাত্র ৫০১জনকে ফলো করেন। তার বেশি দেখার সময় কোথায় তাঁর! পর্তুগিজ মহাতারকা এই মুহূর্তে তার দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবে খুব সুখে আছেন তেমন নয়।
advertisement
কিন্তু বছর শেষে কাতার বিশ্বকাপে তিনি খেলবেন সেটা নিশ্চিত। চেষ্টা করছেন নিজের ছেলেকে পেশাদার ফুটবলার তৈরি করার। বাবার দেখানো পথেই এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। পাশাপাশি পর্তুগালের হয়ে কাতারে হয়তো নিজের শেষ বিশ্বকাপ খেলবেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cristiano Ronaldo Instagram : ৪০ কোটি মানুষ রোনাল্ডোকে ফলো করেন ইনস্টাগ্রামে! অনেক পেছনে মেসি, নেইমার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement