East Bengal: ইস্টবেঙ্গল টু বার্সেলোনা, লাল-হলুদ স্কার্ফ নিয়ে ন্যু ক্যাম্পের গ্যালারিতে

Last Updated:

Red and Gold Scarf in Nou Camp, Barcelona: ন্যু ক্যাম্পের পথে লাল-হলুদকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ। স্পেনে মুখ্যমন্ত্রীর সফরে শামিল এবার ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল টু বার্সেলোনা, লাল হলুদ স্কার্ফ নিয়ে ন্যু ক্যাম্পের গ্যালারিতে
ইস্টবেঙ্গল টু বার্সেলোনা, লাল হলুদ স্কার্ফ নিয়ে ন্যু ক্যাম্পের গ্যালারিতে
পারাদীপ ঘোষ, কলকাতা: অনেক কাঠ খড় পুড়িয়ে শেষমেশ স্পেন পৌঁছলেন ইস্টবেঙ্গলের প্রতিনিধি রূপক সাহা। মাদ্রিদ নয়, সরাসরি বার্সেলোনায় পা রাখলেন লাল-হলুদের সহ-সচিব। আর বার্সায় পা রেখেই সটান পৌঁছে গেছিলেন ক্যাম্প ন্যু-তে। ৯৯ হাজার আসন বিশিষ্ট ক্যাম্প ন্যু তে তোরেস, লেওয়ানডস্কিদের একটা ম্যাচও দেখে ফেলেছেন ইস্টবেঙ্গলের সহসচিব।
বার্সেলোনায় হোটেল আল প্যালেস থেকে ফোনে সেই সবই শোনাচ্ছিলেন রূপক সাহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনও মাদ্রিদ থেকে এসে পৌঁছাননি। সেই অবসরে লা লিগায় বার্সেলোনা বনাম রিয়াল বেতিস ম্যাচ চাক্ষুষ করে এসেছেন রূপকবাবু। বলছিলেন, ক্যাম্প ন্যুর স্বপ্নের রাতটা ভোলা যাবে না। হাজার হাজার বার্সেলোনা সমর্থক গান গাইতে গাইতে স্টেডিয়ামে আসছেন। অনেক নতুন তথ্য জেনে যাচ্ছি এখান থেকে। চেষ্টা করব দেশে ফিরে আমাদের ক্লাব ইস্টবেঙ্গলে এর কিছুটাও যদি বাস্তবায়ন করতে পারি। কলকাতা ফিরে নিতুদার (দেবব্রত সরকার) সঙ্গে আলোচনা করব!”
advertisement
advertisement
কী এমন দেখলেন রূপক সাহা? বলছিলেন, ‘‘বার্সেলোনার সঙ্গে ইস্টবেঙ্গলের কোথাও যেন একটা সাদৃশ্য রয়েছে! দু’টো ক্লাবের বেড়ে ওঠার ইতিহাস, অর্থনৈতিক অবস্থা মধ্যেও মিল রয়েছে। ফারাকটা মানসিকতায়।’’ কেমন ফারাক ? ফোনের ও’পাশে ছোট্ট একটা গল্প বলছিলেন রূপক সাহা। ক্যাম্প ন্যুতে ছড়িয়ে ছিটিয়ে ক্লাবের নিজস্ব কুড়ি থেকে পঁচিশটা মার্চেন্ডাইজ স্টল। আর সেখানেই বিক্রি হচ্ছে ক্লাবের নিজস্ব জার্সি, কফিমগ, সুভেনির আরও কত কী! জার্সির দাম ১০০ থেকে ১২০ ইউরো। ওই একই জিনিস আবার বিক্রি হচ্ছে স্টেডিয়ামের বাইরেও। দাম বরং সেখানে খানিকটা কম। তবুও বার্সেলোনার সমর্থকরা লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে জার্সি, সুভেনির সংগ্রহ করছেন ক্লাবের মার্চেন্ডাইজ স্টল থেকেই। বেশি দাম দিয়ে!
advertisement
ইস্টবেঙ্গল সহ-সচিব নিজের পরিচয় দিয়ে কারণ জানতে চেয়েছিলেন! এক দু’জন বার্সেলোনা উত্তর এসেছে, বেশি অর্থ দিয়ে ক্লাবের থেকে সুভেনির কিনলে সেই অর্থটা যাবে ক্লাবের তহবিলে। ক্লাবের ভালর জন্য খরচ হবে সেই অর্থ। ক্লাবের ভালর জন্য বার্সেলোনা সমর্থকদের এই আকুতি মুগ্ধ করেছে ইস্টবেঙ্গল সহসচিবকে।
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: ইস্টবেঙ্গল টু বার্সেলোনা, লাল-হলুদ স্কার্ফ নিয়ে ন্যু ক্যাম্পের গ্যালারিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement