Mohun Bagan: দশজনের বাগানকে হারাল অভিষেকের ডায়মন্ড, সুপার সিক্সের আগেই ডুবল নৌকা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:PARADIP GHOSH
Last Updated:
কলকাতা লিগে ছুটছে অভিষেকের দল। ডায়মন্ড খোঁচায় বিদ্ধ বাগান।
পারাদীপ ঘোষ, কলকাতা: আবারও ধাক্কা খেল বাগান। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড খোঁচায় কলকাতা লিগে ডুবল নৌকা। সুপার সিক্স অভিযান শুরুর আগেই কলকাতা লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ধাক্কা খেল মোহনবাগান। সবুজ মেরুন তরী ডুবল ডায়মন্ড হারবারে।
ম্যাচের ৩৬ সেকেন্ডে সুপ্রিয় পন্ডিতের গোলে এগিয়ে যায় ডায়মন্ড। এবারের লিগে এখনো পর্যন্ত এটাই দ্রুততম গোল। ম্যাচে বিস্ময় তখনও বাকি! ম্যাচের বয়স তখন ৩৫ মিনিট। কিবুর দলের অয়ন মন্ডল বাগানের সুহেল ভাটকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন। নিয়ম মতো মার্চিং অর্ডার হওয়ার কথা। রেফারি তন্ময় ধর বেমালুম ভুলেই গেলেন। লাইন্সম্যান দৃষ্টি আকর্ষণ করার পর হুঁশ ফেরে রেফারির। ডবল ইয়েলোর জন্য এবার লাল কার্ড দেখানো হয় অয়ন মণ্ডলকে।
advertisement
advertisement
মহমেডানের কাছে মিনি ডার্বিতে ড্রয়ের পর রবি দুপুরে নৈহাটিতে ডায়মন্ডহারবার এফসির কাছে ১-০ গোলে হারল মোহনবাগান। তাতে অবশ্য সুপার সিক্সে যাওয়া আটকাচ্ছে না বাগানের। পিছিয়ে পড়ে প্রচুর গোলের সুযোগ নষ্ট করেন সুহেলরা। এক-একটা সময়ে আবার গোলরক্ষক দেবনাথ মন্ডলের দক্ষতায় নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচল দল।
advertisement
ম্যাচের প্রথম মিনিটে বাগানের রক্ষণ কিছু বুঝে ওঠার আগেই ডায়মণ্ড হারবারের সুপ্রিয় পন্ডিত বাঁদিক থেকে বল পেয়ে বাগান ডিফেন্ডারদের লকগেট ভেঙে বক্সের কোণ থেকে বাঁ-পায়ের শটে দুরন্ত গোল করেন।
গোল খেয়ে পিছিয়ে পড়ে ডানা ঝাপটানো শুরু করে বাগান। ১৯ মিনিটে ডায়মন্ড গোলরক্ষক সুস্নাত মালিক নিশ্চিত গোল বাঁচান। এরপরে ডায়মন্ডহারবারের অয়ন মন্ডল হলুদ কার্ড দেখেন। ম্যাচের ৩৬ মিনিটে ১০ জন হয়ে যায় কিবু ভিকুনার দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে কিয়ান নাসিরির পাস থেকে সহজ সুযোগ হাতছাড়া করেন সুহেল ভাট। আর ৫৭ মিনিটে কর্নার থেকে ডায়মন্ডহারবারের রাহুল পাসোয়ানের একটি দুর্দান্ত হেডার কিন্তু মোহনবাগান গোলকিপার সেটা কোনও মতে সেভ করেন। ৭৬ মিনিটে ফাঁকা গোল পেয়েও কিয়ান নাসিরি আর সুহেল ভাটের ভুল বোঝাবুঝিতে সহজ সুযোগ হাতছাড়া হয়।
advertisement
৯০ মিনিট শেষে নয় মিনিট অতিরিক্ত সময়েও সমতা ফেরাতে ব্যর্থ হয় বাস্তব রায়ের ছেলেরা। সুপার সিক্স শুরু হওয়ার আগেই ডায়মন্ড কাঁটায় বিদ্ধ বাগান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 8:20 AM IST