পথ দেখাচ্ছে ইস্টবেঙ্গল, ডার্বিতে দর্শকদের জন্য থাকছে আধুনিক মেডিকেল ব্যবস্থা
- Published by:Rohan Chowdhury
Last Updated:
East Bengal has arranged medical facilities for spectators in Kolkata Derby. ভুল থেকে শিক্ষা, ডার্বিতে দর্শকদের জন্য মেডিকেল সুবিধা রাখছে ইস্টবেঙ্গল
কলকাতা: ডার্বি দেখতে গিয়ে গন্ডগোল বাঁধলে মানুষের প্রাণ নিয়ে টানাপোড়োনের ছবি অনেক দেখা গেছে। এই শঙ্কা নিয়ে যাতে ডার্বি দেখতে না হয় তার ব্যবস্থা করছে ইস্টবেঙ্গল। গ্যালারির ভিতর ও বাইরে থাকবে আধুনিক মেডিকেল ব্যবস্থা। বাইরে ছয়টি গেটে দাড়িয়ে থাকবে অ্যাম্বুলেন্স। শুধু গন্ডগোল হলে নয়, মাঠে কারোর মেডিকেল সহায়তার প্রয়োজন পড়লে চিন্তা করতে হবে না আর কোনো।
পূর্বের হওয়া ভুল থেকে শিক্ষা নিয়েই ইস্টবেঙ্গলের এই পদক্ষেপ। ডার্বি দেখতে এসে প্রাণ হারিয়েছিলেন এক সমর্থক। গত বছর ২৯সে অক্টোবর ইস্টবেঙ্গল সমর্থক জয়শঙ্কর সাহার হার্ট অ্যাটাক হয় স্টেডিয়ামে। চিকিৎসাধীন করার আগেই মৃত্যু হয় তার। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা উপলব্ধ থাকলে তার প্রাণ বাঁচানো সম্ভব হত।
আরও পড়ুন - কলকাতা ডার্বিতে ৮-০ করতে মরিয়া এটিকে মোহনবাগান, পাসিং ফুটবলেই বাজিমাতের লক্ষ্যে সবুজ মেরুন
এই দুঃস্বপ্ন যাতে আবার না হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া অত্যাবশ্যক মনে করছে ইস্টবেঙ্গল। টুইটারে এই সংবাদটি জানিয়েছে লাল হলুদ শিবির।ডার্বির আয়োজক এবার ইস্টবেঙ্গল।তাই শনিবারের ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরেও বাইরে থাকবে মেডিকেল সহায়তার ব্যাবস্থা করা হয়েছে তাদের পক্ষ থেকে। উপলব্ধ থাকবে অ্যাম্বুলেন্স।
advertisement
advertisement
🚨 𝐍𝐎𝐓𝐈𝐂𝐄: 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐏𝐥𝐚𝐧 🚨 Medical services will be available on the aforementioned locations for a safe experience for our spectators. 🚑 See you at the #𝐊𝐎𝐋𝐊𝐀𝐓𝐀𝐃𝐄𝐑𝐁𝐘! 🤩 🔴🟡#JoyEastBengal #আমাগোমশাল #EBFCATKMB #IndianFootball #HeroISL pic.twitter.com/8PYY95Iuj0
— East Bengal FC (@eastbengal_fc) February 24, 2023
advertisement
আমরি হাসপাতালের তরফ থেকে চারটি ব্লকে ফার্স্ট এইড কিয়স্ক তৈরি করা হয়েছে। এ ব্লকের সেবা কেন্দ্রে, প্লাজা কিউ এবং আর রাম্পে। বি ব্লকে বি ১ এর ৬ নম্বর রাম্প এবং বি ২ এর ৭ নম্বর রাম্পে থাকবে। সি ব্লকে সি ১ এর রাম্প ১৩, সি ২ এর রাম্প ১২ এবং সি ৩ এর রাম্প ১৮ তে।
advertisement
ডি ব্লকে ডি ১ রাম্প ২৫ এবং ডি ২ রাম্প ২৪ সে থাকবে মেডিকেল কিয়স্ক, যেখানে ফার্স্ট এইড চিকিৎসা পাওয়া যাবে।গেট নম্বর ১, ২, ৩, ৩এ, ৪ এবং ৫ এ উপস্থিত থাকবে আমরি হাসপাতালের অ্যাম্বুলেন্স। দ্রুত চিকিৎসার অভাবে কারোর যাতে প্রাণ সংশয় না হয় সেই ব্যবস্থা করে রাখছে ইস্টবেঙ্গল।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 9:56 PM IST