কলকাতা: যবে থেকে আইএসএল শুরু হয়েছে অর্থাৎ থেকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই টুর্নামেন্টে প্রবেশ করেছে সেদিন থেকে আজ পর্যন্ত একবারও জয় নেই লাল হলুদের। সাতটা ডার্বি জিতে আছে এটিকে মোহনবাগান। আগামীকাল আবার সেই পুনরাবৃত্তি ঘটে নাকি প্রথমবার ইস্টবেঙ্গল চাকা ঘোরাতে পারে উত্তর দেবে সময়। আইএসএলের দ্বিতীয় দফার ডার্বি শনিবার।
আরও এক বার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এটিকে মোহনবাগান। প্লে অফে নিজেদের জায়গা আগেই পাকা করে নিয়েছে এটিকে মোহনবাগান দল। তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগেও যথেষ্ট স্বস্তিতে তারা। কিন্তু ডার্বি নিয়ে চাপা উত্তেজনা তো আছেই। বিপক্ষ দল দুর্বল হলেও ম্যাচের আগে তাদের সমীহ করছে এটিকে মোহনবাগান খেলোয়াড়রা।
ডিফেন্ডার স্লাভকো দামিয়ানোভিচের মতে, ইস্টবেঙ্গলের সবচেয়ে শক্তিশালী হল আক্রমণভাগ। তবে পাল্টা স্লাভকোও বলেছেন, আইএসএলে ক্লেটনের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। কোচ আমাকে নামালে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বাগানের প্রধান বঙ্গ ডিফেন্ডার শুভাশিস এর আগে ডার্বিতে হারেননি। সেই রেকর্ড ধরে রাখতে মরিয়া তিনি।
তার কথায়, এবারও সেই রেকর্ড অক্ষত রাখতে চাই। প্লে-অফে নিজেদের ঘরের মাঠে খেলা নিশ্চিত করতেই হবে। তবে ইস্টবেঙ্গল ভাল খেলছে। শেষ ম্যাচে মুম্বইকে হারিয়েছে। ওদের হারানোর আর কিছু নেই বলেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। শুভাশিস বহু ডার্বি খেললেও পেত্রাতোস শনিবার কলকাতা ডার্বিতে প্রথমবার নামতে চলেছেন।
There’s no place you’d rather be, this Saturday! #ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/Og5A6t5ufx
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 22, 2023
পেত্রাতোস বলেছেন, ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী। বিশেষত আক্রমণভাগ এবং উইং। লিগ-শিল্ড বিজয়ীদের হারিয়ে আমাদের বিরুদ্ধে খেলতে নামছে। ফলে ওদের খাটো করে দেখার কারণ নেই। তবে আমি নিজের দলকে নিয়ে ভাবছি। আমরা জিতব, এই আশাই রাখছি।ডার্বির আমেজ এবং অভিজ্ঞতা অর্জন করতে চান তিনি মূলত। দিমিত্রি অস্ট্রেলিয়ার ফুটবলে এমন বড় ম্যাচ খেলেছেন।
কিন্তু ভারতীয় ফুটবলে এই ম্যাচের গুরুত্ব কতটা ভাল করেই জানেন। তাকে সাহায্য করার জন্য আছেন হুগো, লিস্টন, গায়েগোরা। সব মিলিয়ে ইস্টবেঙ্গলকে গুরুত্ব দিয়েও ডার্বি এবারও নিজেদের নামে করতে মরিয়া এটিকে মোহনবাগান। ইস্টবেঙ্গলের মহেশ এবং জেরি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এদিকটা বিশেষ নজর রাখবে মোহনবাগান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATK-Mohun Bagan, Kolkata Derby