East Bengal: ইস্টবেঙ্গল আজ নিজেদের মাঠে খেলবে প্রথম ম্যাচ, জয় ফিরতে মরিয়া মশাল ব্রিগেড

Last Updated:

ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ। তাই চাপ নিয়েই মাঠে নামবেন লাল-হলুদ ফুটবলাররা

লিগে ইস্টবেঙ্গল বনাম ইস্টার্ন রেল
লিগে ইস্টবেঙ্গল বনাম ইস্টার্ন রেল
কলকাতা: গত ম্যাচে বিএসএসের বিরুদ্ধে ড্র করার পর আত্মবিশ্বাস উধাও ইস্ট বেঙ্গল শিবিরে। বৃহস্পতিবার প্রতিপক্ষ ইস্টার্ন রেল। ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ। তাই চাপ নিয়েই মাঠে নামবেন লাল-হলুদ ফুটবলাররা। কোচ বিনো জর্জ অবশ্য যে কোনও মূল্যে দলকে জয়ের সরণিতে ফেরাতে চান।
এদিন অনুশীলনের শুরুতে কুশ-দীপদের পায়ের বদলে হাত দিয়ে ফুটবল খেলালেন কোচ। ওই ‘গ্যালিক ফুটবল’ আর কী!
আসলে গত ম্যাচে বিএসএসের বিরুদ্ধে বেশ অগোছাল দেখিয়েছিল ইস্ট বেঙ্গলকে। ফুটবলারদের মধ্যে বোঝাপড়া বাড়াতেই অনুশীলনের শুরুটা এভাবেই করান কেরল কোচ। পাশাপাশি উইং প্লে’তে জোর দিলেন বিনো। ছোট ছোট পাস খেলে দু’প্রান্ত দিয়ে আক্রমণ শানাতে দেখা গেল আমন, লিজোদের। তবে নিয়াস, কুশদের ভেদশক্তির অভাব চিন্তা বাড়াচ্ছে কোচের।
advertisement
advertisement
দলের অনুশীলনে এদিন সার্থক গোলুই ছাড়া কোনও সিনিয়র প্লেয়ার ছিলেন না। শৌভিক চক্রবর্তী গত ম্যাচে চোট নিয়েই খেলেছিলেন। কার্ড সমস্যায় জন্য নেই তুহিন দাস ও সঞ্জীব ঘোষ। তবে সূত্রের খবর, সিনিয়র দলের তিন ফুটবলার মহম্মদ রাকিপ, গুরসিমরৎ গিল ও গুইতেকে বৃহস্পতিবার স্কোয়াডে রাখা হবে।
advertisement
মাঝমাঠে দীপ সাহা, আমন ও লিজোর পাশে শুরু করতে পাবেন ভারতীয় যুব দলে নজরকাড়া গুইতে। আপফ্রন্টে কুশ ও অভিষেক। রক্ষণভাগে সার্থক গোলুই, শুভেন্দু মান্ডি সঙ্গে থাকবেন রাকিপ ও গিল। গত ম্যাচে গোলরক্ষক নিশাদের ভুলেই জয় হাতছাড়া হয়েছিল ইস্ট বেঙ্গলের।
তবে আদিত্য পাত্র এখনও পুরোপুরি সুস্থ নন। ১৯৫৮ সালে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল পিকে ব্যানার্জির ইস্টার্ন রেল।প্রথম জয়ের খোঁজে নামবে প্রশান্ত চক্রবর্তীর প্রশিক্ষণাধীন দল। এখনও পর্যন্ত চার ম্যাচের তিনটিতে হেরেছে তারা। একটি ড্র।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: ইস্টবেঙ্গল আজ নিজেদের মাঠে খেলবে প্রথম ম্যাচ, জয় ফিরতে মরিয়া মশাল ব্রিগেড
Next Article
advertisement
West Bengal Weather Update: হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
  • হতে পারে শৈত্যপ্রবাহ

  • আরও শীত দক্ষিণের জেলায়

  • শীত স্থায়ী হবে অন্তত আরও পাঁচ দিন

VIEW MORE
advertisement
advertisement