Kolkata Derby: ক্লেইটনের জোড়া গোল, ফের নায়ক নন্দ! ভুবনেশ্বরে ডার্বির রং লাল হলুদ

Last Updated:

পরের পর্বে যাওয়ার জন্য এই ম্যাচে ড্র করলেই চলত ইস্টবেঙ্গলের৷ কিন্তু জয় প্রয়োজন ছিল মোহনবাগানের৷

ভুবনেশ্বর: অধিনায়ক ক্লেইটন সিলভার জোড়া গোল, সঙ্গে নন্দকুমার যোগ্য সঙ্গত৷ ভুবনেশ্বরে ডার্বির রং ফের লাল হলুদ৷ শুরুতে গোল করে ভাঙা দল নিয়ে মোহনবাগান এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে ডার্বি জিতে নক আউট পর্বে চলে গেল ইস্টবেঙ্গল৷ ডুরান্ড কাপের গ্রুপ লিগে জয়ের পর দীর্ঘ দিন বাদে মোহনবাগানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল লাল হলুদ শিবির৷
পরের পর্বে যাওয়ার জন্য এই ম্যাচে ড্র করলেই চলত ইস্টবেঙ্গলের৷ কিন্তু জয় প্রয়োজন ছিল মোহনবাগানের৷ ফলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে শেষ পর্যন্ত সুপার কাপের সেমিফাইনালে চলে গেল মশাল বাহিনী৷
advertisement
মূল দলের একাধিক ভারতীয় তারকা না থাকায় ডার্বিতে পিছিয়ে থেকেই শুরু করেছিল মোহনবাগান৷ ডার্বিতে ফের জয়ের জন্য পেত্রাতোস, কামিংস, সাদিকুরাই ছিলেন সবুজ মেরুন শিবিরের ভরসা৷ ভাঙা দল নিয়ে শুরু করেও অবশ্য হেক্টর ইউস্তের গোলে খেলার ১৯ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান৷
advertisement
গোল খেয়েই অবশ্য দ্রুত ফিরে আসে কুয়াদ্রতের ছেলেরা৷ চার মিনিটের মধ্যেই গোল করে সমতা ফেরান অধিনায়ক ক্লেইটন সিলভা৷ তবে বিরতির ঠিক আগে এগিয়ে যাওয়ার দুরন্ত সুযোগ পায় মোহনবাগান৷ বক্সের মধ্যে কিয়ান নাসিরির শট হিজাজির হাতে লাগায় পেনাল্টি পায় মোহনবাগান৷ পেনাল্টি থেকে প্রথম শটে পেত্রাতোস গোল করলেও নিয়ম ভঙ্গের কারণে রেফারি তা বাতিল করেন৷ পেত্রাতোস ফের শট নিলে তা গোলপোস্টে লাগে৷
advertisement
দ্বিতীয়ার্ধে অবশ্য মোহনবাগানকে শুরু থেকেই চেপে ধরেন ক্লেইটন, নন্দরা৷ ম্যাচের ৬৩ মিনিটে গোল করে যান নন্দকুমার৷ ডুরান্ড কাপের পর ফের ডার্বিতে গোল করে নায়ক নন্দ৷ যদিও এই গোলের ক্ষেত্রেও অবদান ছিল ম্যাচের সেরা ক্লেইটনের৷ ইস্টবেঙ্গল অধিনায়কের শট গোলপোস্টে লেগে ফিরে এলে ফাঁকা গোল বল জড়িয়ে দেন সুযোগ সন্ধানী নন্দ৷
২-১ পিছিয়ে পড়ে আরও চাপে পড়ে যায় মোহনবাগানের অনভিজ্ঞ ভারতীয় খেলোয়াড়রা৷ এর পর ম্যাচের ৮০ মিনিটে দলের জয় নিশ্চিত করেন ক্লেইটন সিলভা৷ মোহনবাগান গোলকিপার অর্শ্ব  আনোয়ারের ভুলের সুযোগ নিয়ে গোল করে যান ক্লেইটন৷ মরিয়া চেষ্টা করেও ব্যবধান কমাতে ব্যর্থ কামিংস, পেত্রাতোসরা৷ বরং খেলার একেবারে শেষ দিকে গোলের সুবর্ণ সুযোগ হারান ইস্টবেঙ্গল খেলোয়াড়রা৷ ম্যাচের সেরা নির্বাচিত হন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেইটন সিলভা৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Kolkata Derby: ক্লেইটনের জোড়া গোল, ফের নায়ক নন্দ! ভুবনেশ্বরে ডার্বির রং লাল হলুদ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement